‘২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিই?’, চরম হুঁশিয়ারি হাইকোর্টের প্রধান বিচারপতির, কারণ কী?

বাংলা হান্ট ডেস্কঃ ডিভিশন বেঞ্চে রাজ্যের (State Government) আবেদন খারিজ। সিঙ্গেল বেঞ্চের পর এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও স্বস্তি বিজেপির (BJP)। শুক্রবার রাজ্যের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনম-এর ডিভিশন বেঞ্চ (Calcutta High Court Chief Justices Division Bench)। আদালতের নির্দেশ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনেই হবে ২৯ শে নভেম্বরের বিজেপির সভা।

tmc calcutta high court

আইনি লড়াইয়ে জয় বিজেপির

আইনি লড়াইয়ের পর অবশেষে ধর্মতলায় সভা করতে চলেছে বিজেপি। এদিন এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘অহেতুক সভার অনুমতি নিয়ে এসব করে সভাকে বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য। রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। ১০০০০ মানুষের জমায়েতের কথা থাকলেও পুলিশের এমন পদক্ষেপে ১ লক্ষ জড়ো হয়ে যাবে মনে হচ্ছে। সকলেরই সমান অধিকার রয়েছে।’

আসছেন অমিত শাহ

প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে ধর্মতলায় সভা করতে চেয়ে অনুমতি চেয়েছিল বিজেপি। আগামী ২৯ নভেম্বর সেই সভার আয়োজন করছে বঙ্গ–বিজেপি। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) আসার কথা রয়েছে। তবে পুলিশি অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। গত সোমবার বিজেপিকে ধর্মতলায় বিজেপির সভার অনুমতি দেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ।

সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা

কিন্তু তাতেই থামেনি আইনি জট। সিঙ্গল বেঞ্চ বিধিনিষেধ আরোপ আরোপ করে বিজেপিকে সভা করার অনুমতি দিলেও তাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। সেই মামলারই আজ শুনানি ছিল।

আরও পড়ুন: পা ফুলে ঢোল! হাঁটার ক্ষমতা হারিয়েছেন পার্থ? কী হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর? শুনলে চোখে জল আসবে

শাহী সভায় অনুমতি

শুক্রবার বিজেপির এই শাহী সভাতেই অনুমতি দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ করা হল না। এদিন রাজ্যের পক্ষের সরকারি আইনজীবী সওয়াল করেন, যেখানে বিজেপির সভা করার কথা হচ্ছে, ভিক্টোরিয়া হাউসের সামনে সেটা শহরের কেন্দ্রবিন্দু। ফলে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে। ওখানে ২১ জুলাই ছাড়া আর কোনও সভা হয় না।

amit shah calcutta high court

একথা শুনে পাল্টা প্রধান বিচারপতির প্রশ্ন, ‘২১ জুলাইয়ের বিশেষত্ব কী?’ বিচারপতি আরও বলেন, ‘অযথা সমস্যার সৃষ্টি করা হচ্ছে। রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। তাহলে ২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিই?’ সবশেষে এই মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর