‘তুমি সবসময় অভাগা…’, কপিল দেবকে হাতিয়ার করে শামিকে কটাক্ষ হাসিনের

বাংলা হান্ট ডেস্ক : গোটা সিরিজে ভালো পারফর্ম করলেও ফাইনালে অজিদের (Australia) কাছে হার মেনে নেয় টিম ইন্ডিয়া (Team India)। তারপর থেকেই বিসাদে ডুবেছে গোটা দেশ। তবে মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) কাছে যেন সবটাই যেন খুব বেশিই সহজ। একটার পর একটা কটাক্ষভরা পোস্ট করেই চলেছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর এবার কপিল দেবের (Kapil Dev) আড়ালে আবারও একবার শামিকে নিশানা করলেন তিনি।

hasin jahan

ফাইনাল ম্যাচের আমন্ত্রণ পাননি কপিল দেব

আসলে ফাইনাল ম্যাচে কপিল দেবের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছায়নি জানার পর থেকেই প্রতিবাদে মুখর হয়েছে গোটা দেশ। আর এবার তাদের সাথেই গলা মেলালেন হাসিন। যদিও নেটিজনদের দাবি, কপিল দেব কেবল একটা অজুহাত। হাসিনের আসল লক্ষ্য তো শামি। সেই সাথে যারাই শামির সাথ দিচ্ছে তাদের প্রত্যেকেই তিনি নিশানা করেছেন‌।

shami crictoday

হাসিন জাহানের নিশানায় মহম্মদ শামি

এইদিন তিনি লেখেন, ‘কপিল দেব স্যার—– যেহেতু আমাকে কেউ ডাকেনি, আমিও যাইনি। হতে পারে সব ভিআইপি এবং বলিউড অভিনেতাদের আমন্ত্রণ জানাতে গিয়ে আমাকেও ফোন করতে ভুলে গেছে।’ এরপর তিনি আরও লিখেছেন, ‘প্রিয় স্যার, আপনি আমাদের গর্ব। কেউ আপনাকে না ডাকলেও আপনার অহংকার কখনও কমবে না। ক্রিকেটের ইতিহাসে আপনার নামটি সোনালি শব্দে লেখা আছে এবং থাকবে। আপনি সর্বদা মহান ক্রিকেটার হয়েই থাকবেন, যিনি ভারতের হয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিলেন।’

আরও পড়ুন : কলকাতা মেট্রোর টোকেনে ‘চন্দ্রযান ৩’, বেজায় খুশি যাত্রীরা

কটাক্ষ শানালেন হাসিন জাহান

এতদূর পর্যন্ত পড়ে সকলেরই মনে হবে এই লেখায় কী এমন আছে? একজন ভক্ত হিসেবে তার পছন্দের খেলোয়াড়ের জন্য এরকম দুটো লাইন তো লেখাই যায়। আসলে হাসিন তো এখানেই থেমে থাকেননি। তার আসল খোঁচা তো রয়েছে পরের লাইনেই। তিনি আরও লিখেছেন, ‘খ্যাতি বা সম্মান নেই, কখনই সারাজীবন কারও সঙ্গে থাকে না। বা লোকেদের প্রশংসা। সহ্য করা এখন থেকেই শিখে যাও। এমনিতেই তুমি সবসময় অভাগা।’

আরও পড়ুন : ভুলে যান দুবাই, খাস কলকাতায় ‘টানেল অ্যাকোরিয়াম’! জলের দামে দেখুন ‘আন্ডারওয়াটার জু’

একপ্রকার ব্যক্তিগত আক্রমণ শানিয়েই তিনি লিখেছেন, ‘ভবিষ্যতেও আপনাকে সবাইকেই বিদায় জানাতে হবে। টাকার পিছনে ছুটতে গিয়ে তুমি নিজের সংসার জীবনটা নষ্ট করে দিয়েছিস। সেই বিষ এখন তোমাকে সইতেই হবে। তোমার সব সব গুণ্ডামি ও চালাকি মুছে যাবে। কর্মফল যেন কাউকে রেহাই না দেয়… এখন লোভকে বিদায় দাও, নইলে তোমার কৃতকর্মের ইনিংস দিতে প্রস্তুত থাকো।’

 

আইনত এখনও স্বামী স্ত্রী শামি এবং হাসিন জাহান

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন হাসিন জাহান এবং মহম্মদ শামি। এরপর ২০১৫ সালে তাদের কোলজুড়ে আসে পরীর মত এক ফুটফুটে মেয়ে। এরপর ২০১৮ সাল থেকে শুরু হয় বিবাহ বিচ্ছেদের ঝামেলা। সূত্রের খবর, এইমুহুর্তে হাসিনকে প্রতিমাসে ৩০ হাজার টাকা খরপোশ দিয়ে থাকেন শামি। কিছুদিন আগেই হাসিন জাহানের আইনজীবী মৃগাঙ্ক মিস্ত্রী জানিয়েছেন, তারা দুজনের কেউই বিবাহবিচ্ছেদের মামলা করেনি। তাই আইনত তারা এখনও স্বামী স্ত্রী।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর