ভুলে যান দুবাই, খাস কলকাতায় ‘টানেল অ্যাকোরিয়াম’! জলের দামে দেখুন ‘আন্ডারওয়াটার জু’

বাংলা হান্ট ডেস্ক : শীতকালের (Winter) সবথেকে বড় আকর্ষণ হল পিঠে পুলি এবং ঘুরতে যাওয়া (Travel)। এমনিই বাঙালির মন সবসময় বেড়ু বেড়ু। তার উপর শীতের দুপুর বা বিকেলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর যদি আপনাকে সঙ্গ দেওয়ার জন্য মিঠে রোদ থাকে তাহলে তো কোনও কথাই নেই। আর সেই সময় তো এবার চলেই এল। আকাশ বাতাস জানান দিয়ে দিয়েছে যে শীত চলেই এল।

18ab8a53 bc05 4dc2 8eec c68326294dbf h

শীত মানেই চড়ুইভাতির রমরমা

শীত মানেই চড়ুইভাতির রমরমা। অনেকেই আছেন যারা বাইরে ঘুরতে যান আবার অনেকেই আছেন যারা নিজের এলাকার আশেপাশেই থাকতে পছন্দ করেন। বিশেষ করে তিলোত্তমা নগরীর (Kolkata) বিভিন্ন জায়গা যেমন নিকো পার্ক থেকে শুরু করে সায়েন্স সিটি, চিড়িয়াখানা, ইকো পার্ক একপ্রকার লোক সমাগমে গমগম করতে থাকে।

কলকাতায় এল বিশেষ আকর্ষণ

তবে চলতি বছরের শীতকালটা একটু অন্যরকমভাবে কাটতে চলেছে বলে খবর। কলকাতাবাসীর জন্য রয়েছে একটা সুখবর। এতদিন বাংলার মানুষ যে জিনিসটা দেখার জন্য বিদেশে ছুটতেন সেটাই এখন কলকাতার (Kolkata) মাটিতে। সেই জিনিস দেখার জন্য বেশিদূর যেতে হবেনা আপনাকে। পার্ক সার্কাসে (Park Circus) নামলেই দেখা পাবেন এই জিনিসের। চলুন খোলসা করেই জানাই সবটা।

আরও পড়ুন : ৩৫০ টাকার জন্য ১০০ বার কোপ, মৃতদেহের উপর উদ্দাম নাচ! কিশোরের তাণ্ডবে কাঁপছে দিল্লি

পার্ক সার্কাসে এল টানেল অ্যাকোরিয়াম

পার্ক সার্কাসে গেলেই মাথার উপর, গানে , বাঁয়ে দেখতে পাবেন কেবল জল। আর সেই জলে ভেসে বেড়াচ্ছে নানা ধরনের প্রানী। এবার খাস কলকাতার মাটিতে তৈরি হল এমনই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম। যদিও পার্ক সার্কাসের এই আকর্ষণীয় জিনিসটিকে ঠিক আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম না বলে টানেল অ্যাকোরিয়াম (Tunnel Aquarium) বলা হয়‌। খানিকটা দুবাইয়ের আদলে তৈরি করা হয়েছে এই টানেল।

আরও পড়ুন : এক রিচার্জে সারা বছরের টেনশন থেকে মুক্তি! ঝটপট দেখে নিন Jio-Airtel এর এই দুটি সেরা প্ল্যান

70076450 underwater tunnel sharks l oceanografic valencia spain

দেরি না করে ঝটপট ঘুরে আসুন

শোনা যাচ্ছে আগামী ২৭ নভেম্বর অবধি এই অ্যাকোরিয়ামটি দেখার সুযোগ রয়েছে। বিশাল আকার এই ট্যাংকের মধ্যে ভেসে বেড়াচ্ছে নানা ধরণের রঙিন মাছ, সামুদ্রিক মাছ ইত্যাদি। সম্প্রতি পার্ক সার্কাসের উদ্দীপনি ক্লাবের সভাপতি গৌরব বাড়ি ধাওয়ান জানিয়েছেন, দুবাইয়ের অ্যাকোরিয়াম দেখেই তিনি তা কলকাতার মাটিতে তৈরি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, টানা তিন মাস ধরে এই কাজের প্রস্তুতি চলেছে। ব্যয় হয়েছে বিপুল টাকা। তাই দেরি না করে আপনিও ঘুরে আসুন পার্ক সার্কাস থেকে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর