বালি চুরির টাকা তুলছে সোনামুখীর পুলিশ, ঘুরপথে যাচ্ছে কলকাতায়! বিস্ফোরক সৌমিত্র খাঁ!

বাংলা হান্ট ডেস্ক: সকাল সকাল ফেসবুক লাইভে এসে বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। শনিবার কোতুলপুরে (Kotulpur) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে মিছিল রয়েছে এবং তার আগেই এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ। কাঠগড়ায় তুললেন সোনামুখী (Sonamukhi) তথা কোতুলপুর থানার পুলিশ প্রশাসনকে।

বিজেপি (BJP) সাংসদদের দাবি, ‘বালির কোটি কোটি টাকা চুরি করছে সোনামুখী থানার পুলিশ প্রশাসন। যার জেরে কম দামে সাধারণ মানুষ বালি পাচ্ছে না।’ এই নিয়ে পুলিশ প্রশাসনের জবাব চেয়েছেন বিজেপি নেতা।

এদিন ফেসবুক লাইভে (Facebook Live) সৌমিত্র খাঁ বলেন, ‘তৃণমূল সরকারের দালালি করতে করতে পুলিশ প্রশাসনের শিরদাঁড়া ভেঙে গিয়েছে। সোনামুখী ব্লকে যতগুলি বালি ঘাট রয়েছে সেগুলি সবকটি অবৈধ। সব পুলিশ বালির টাকা তুলছে। সব টাকা যাচ্ছে কোথায়? এর ফলে সাধারণ মানুষ বালি পাচ্ছে না। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। কলকাতার মানুষ এই বিষ্ণুপুরের থেকে টাকা তুলে নিয়ে চলে যাবে, এটা হতে পারে না।’

প্রসঙ্গত, ২৯ নভেম্বর ‘কলকাতা চলো’ অভিযানের ডাক দিয়েছে বিজেপি। তার সমর্থনে এদিন কোতুলপুরে মিছিল করবে গেরুয়া শিবির। আর তার আগে এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তাঁর দাবি, বালির কোটি কোটি টাকা চুরি করছে পুলিশ প্রশাসন। যার একভাগ যাচ্ছে কলকাতাতেও। ফলে বঞ্চিত হচ্ছে বিষ্ণুপুরবাসী।

উল্লেখ্য, দিন কয়েক আগে ফেসবুকে পোস্ট করে ইসিএল বাঁচানোর ডাক দিয়েছিলেন সৌমিত্র। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের অভিযোগ ছিল, সকলে মিলে ইসিএলকে (ECL) শেষ করে দিচ্ছে। এই সময় কয়েকজনের নামও নিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, নরেন্দ্রনাথ চক্রবর্তী, লোকেশ সিং, কন্টা শর্মা অনৈতিকভাবে ইসিএলের কয়লাখনি থেকে কয়লা উত্তোলন করছে। ইসিএল সিএমডি, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারেটকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তিনি‌‌। আর এবার কয়লার পর বালি নিয়ে সুর চড়ালেন বিজেপি সাংসদ।

Monojit

সম্পর্কিত খবর