আর কত? আলিপুরদুয়ারে ট্রেনের ধাক্কায় ফের মৃত শাবক-সহ ৩ হাতি, IDS নিয়ে প্রশ্ন পরিবেশবিদদের

বাংলা হান্ট ডেস্ক : ফের একবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো ডুয়ার্স (Dooars)। শাবক সহ তিনটি হাতি (3 Elephant) কাটা পড়ল রেল লাইনে (Indian Railways)। সোমবার সকালে রেল লাইন পেরনোর সময়ই আচমকা মালগাড়ির ধাক্কায় ছিটকে পড়ে হাতি তিনটি। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে রাজাভাতখাওয়ার (Rajabhat Khawa) বন্যপ্রাণ প্রেমীরা। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখার দাবি তুলেছেন তারা। যদিও রেল সূত্রে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে বলে খবর।

elephants

শাবক সহ তিন হাতির মৃত্যু 

রেল দফতরের তরফে খবর, সোমবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ রাজাভাতখাওয়া ও কালচিনি স্টেশনের মাঝখানে শিলিগুড়িগামী মালগাড়ি ধাক্কা মারে তিনটি হাতিকে। তারমধ্যে ছিল দুটি পূর্ণবয়স্ক ও একটি শাবক। ধাক্কা লাগার সাথে সাথেই থমকে যায় মালগাড়িটি। যদিও ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। প্রাণ হারায় তিনটি হাতি। এরপর হাতির দেহাবশেষ উদ্ধার করার পর ফের ট্রেন চলাচল শুরু হয়।

আরও পড়ুন : এবার আর হবে না কারচুপি, রেশন কার্ডে পাবেন সঠিক সামগ্রী! নেওয়া হল বিরাট অ্যাকশন

শুরু হয়েছে বিক্ষোভ 

মর্মান্তিক এই ঘটনা ঘটে যাওয়ার পর আলিপুরদুয়ারের বিভাগীয় রেল আধিকারিক অমরজিৎ গৌতম জানান, ‘ট্রেনের ধাক্কায় রাজাভাতখাওয়ার শিকারি গেট এলাকায় ৩টি হাতির মৃত্যু হয়েছে। ওই এলাকায় ট্রেনের গতি নিয়ন্ত্রিত থাকার কথা। তার পরেও কী ভাবে হাতির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের চালকরা মত্ত অবস্থায় ছিলেন কি না তা জানতে তাঁদের মেডিক্যাল পরীক্ষা হবে।’

আরও পড়ুন : অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সাথেই গাঁটছড়া বাঁধছেন পরমব্রত! কীভাবে শুরু হল তাদের প্রেমপর্ব?

IDS নিয়ে প্রশ্ন পরিবেশবিদদের 

মর্মান্তিক এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, স্থানীয় বন্যপ্রাণপ্রেমীরা। আসলে ডুয়ার্সের রেল লাইন প্রথম থেকেই বন্যপ্রাণীদের বধ্যভূমি হয়ে উঠেছে। এই বিষয়ে একাধিকবার রেলের কাছে অভিযোগ জানিয়েছেন তারা‌। তারা প্রশ্ন তুলেছেন আইডিএস (IDS-Intrusion Detection System)-এর রূপায়ণ নিয়ে। বহু আলোচনা এবং টানাপড়েনের পরও এখনও আলিপুরদুয়ারএ আইডিএস বসানো হয়নি।

10elephant6 62bc35e69d57b

সূত্রের খবর, দুর্ঘটনা এড়াতে জঙ্গলের ভিতরে দিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি কমানো থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানোর কথা বারবার বলেছে রেল। তবে এই ক্ষেত্রে কি সেই নিয়ম মানা হয়নি? স্থানীয়দের দাবি, চালকের দোষ থাকলে তাদের যথাযথ শাস্তি দিতে হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর