নজিরবিহীন! মমতা দিচ্ছিলেন ধর্না, শুভেন্দু ঢুকেই দিলেন ‘চোর’ স্লোগান, কেঁপে উঠল বিধানসভা! ধুন্ধুমার

বাংলা হান্ট ডেস্ক: ধর্মতলায় বিজেপির (BJP) মেগা ইভেন্টের দিনে বিধানসভায় প্রতিবাদে তৃণমূল (TMC)। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় ধর্নায় তৃণমূল বিধায়কেরা। আর যখন সেই ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেই সময় বিধানসভায় হাজির হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তৃণমূলের অবস্থান চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী। পাল্টা শুভেন্দু ও শিশির অধিকারীকে আক্রমণ করেছে তৃণমূল। সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা বিধানসভা চত্বর।

আরও পড়ুন: ইডি-র কাছে চুপি চুপি কে এলেন? নাম শুনেই হার্টবিট বাড়ল হাসপাতালে শুয়ে থাকা জ্যোতিপ্রিয়র

বিধানসভার সিঁড়িতে বসে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন শুভেন্দু অধিকারী। তাতে গলা মেলান বিজেপির বাকি বিধায়করা। এদিকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বুধবার কালো পোশাক পরে বিধানসভায় এসেছিলেন তৃণমূল বিধায়করা। আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন তাঁরা। বিকেল পৌনে চারটে পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণই ছিল। কিন্তু চারটে নাগাদ হঠাৎ আবহাওয়া বদলে যায়। তৃণমূল বিধায়করা যখন ধর্না দিচ্ছেন তখন অমিত শাহের সভা থেকে ফেরার পথে বিধানসভার বাইরে ২ নম্বর গেটের সামনে বিজেপি সমর্থকরা ‘চোর চোর’ স্লোগান তোলেন। বাইরের চিৎকারের আওয়াজ পৌঁছয় বিধানসভাতেও। তৃণমূলের তরফেও স্লোগান দেওয়া শুরু হয়। এরপর বিধানসভায় পৌঁছান শুভেন্দু অধিকারী।

mamata suvendu 4

দু’পক্ষের স্লোগান‌ চলতে থাকে।‌ তৃণমূলের তরফেও শুরু হয় ‘মোদী-শাহ চোর’ স্লোগান। সবমিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর।

Monojit

সম্পর্কিত খবর