২০২৬-এ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বাংলায় বিজেপি! লোকসভায় কটি? জানিয়ে দিলেন শাহ

বাংলা হান্ট ডেস্ক: ধর্মতলার সভামঞ্চ থেকেই ২০২৬ সালের বিধানসভা ভোটের হুঙ্কার দিলেন অমিত শাহ (Amit Shah)। তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়ে বুধবার শাহ বললেন, ২০২৬ সালের বিধানসভা ভোটে দুই-তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতা দখল করবে বিজেপি (BJP)।

ধর্মতলায় রাজ্যের বঞ্চনার প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করেছিল বিজেপি (BJP)। সেই সভা থেকে অমিত শাহ এদিন বলেন, ‘আপনি সোনার বাংলা, পরিবর্তন, মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন। অথচ ক্ষমতায় আসার পর বাংলার বিকাশকে স্তব্ধ করে দিয়েছেন। এক সময় যে বাংলা শিল্প সংস্কৃতিতে অগ্রণী ছিল, সেটাই আজ সবার পিছনে। মোদীজি (Narendra Modi) গোটা দেশে বিকাশের কাজ করছে। সেটাকে আপনি আটকে রেখেছেন। বাংলায় উন্নয়ন করতে হলে মোদীজির সরকার গড়তে হবে।’

এরপরই শাহ বলেন, ‘২০২১ সালে আপনি এত রিগিং করলেন, তাও ৭৭ আসন পেয়েছি আমরা। শূন্য থেকে ৭৭-এ উঠে এসেছি। আজকের সভা দেখে আমি নিশ্চিত ২০২৬-এ বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। উল্লেখ্য, এপ্রিল মাসে বীরভূমের সভা থেকে লোকসভা ভোটে রাজ্যে ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এদিন সেই সংখ্যার উল্লেখ করেননি তিনি। তবে এদিন শাহ বলেন, ‘২০২৪-এ বাংলা থেকে এত আসন আপনারা মোদীজি-কে দিন, যাতে উনি বলতে বাধ্য হন যে আমি বাংলার জন্য প্রধানমন্ত্রী হতে পেরেছি।’

amit shah calcutta high court

এদিন বদলারও হুঁশিয়ারি দিয়েছেন শাহ। তিনি বলেন, ‘বিজেপির প্রত্যেক কর্মী আমাদের ভাইয়ের মতো। আর বাংলার প্রত্যেক ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়া হবে। ভোট দিয়ে কীভাবে বদলা নেওয়া যায়, সেটা ২০২৬ সালে বাংলার মানুষ দেখিয়ে দেবেন।’

Monojit

সম্পর্কিত খবর