বাংলা হান্ট ডেস্ক: আপনি কি এখনও আপনার অবসর জীবন বা ভবিষ্যতের জন্য FD (Fixed Deposit)-তে বিনিয়োগ (Invest) করেন? তাহলে আপনি বর্তমান ইনভেস্টমেন্ট ট্রেন্ডে এখনও সামিল হননি। কারণ, বর্তমানে, ভারতীয়রা অর্থ উপার্জনের জন্য FD-র পরিবর্তে ভিন্ন উপায়ে বিনিয়োগ করছে। যেটিকে নিরাপদ বলেও মনে করা হয়। পাশাপাশি, এটি এখন সঞ্চয়ের শীর্ষ-৩ উপায়গুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এমতাবস্থায় প্রশ্ন উঠতেই পারে যে বিনিয়োগের ওই পদ্ধতিটি তাহলে কি? বর্তমান প্রতিবেদনে চলুন জেনে নিই সেটি সম্পর্কে।
BankBazaar থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে এখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাত্রা বাড়ছে। বিনিয়োগকারীরা ফিক্সড ডিপোজিট (FD) বা রেকারিং ডিপোজি (RD)-এর চেয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পছন্দ করছেন। তবে, মিউচুয়াল ফান্ড এখনও দেশের বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ হয়ে ওঠেনি।
সেভিংস অ্যাকাউন্টে সঞ্চয় শীর্ষে রয়েছে: যদি আমরা বিনিয়োগকারীদের সঞ্চয় বা বিনিয়োগের ধরণ দেখি, সেক্ষেত্রে প্রায় ৫৪ শতাংশ ব্যক্তি মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে পছন্দ করেন। পাশাপাশি, ৫৩ শতাংশ বিনিয়োগকারী এখনও FD-তে বিনিয়োগ করতে পছন্দ করেন। পাশাপাশি, যদি বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে টপ প্রেফারেন্সের বিষয়টি দেখা হয় সেক্ষেত্র তবে আজও দেশে, বেশিরভাগ সঞ্চয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে করা হয়। প্রায় ৭৭ শতাংশ মানুষ এখনও শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন।
আরও পড়ুন: এই বছর আর নয় শীতের কাঁপুনি! বড় তথ্য IMD-র, সামনে এল ভয়ঙ্কর আবহাওয়া বার্তা
স্টক এবং বীমা শীর্ষ-৫-এ সামিল: এদিকে, আমরা যদি বিনিয়োগের অন্যান্য পদ্ধতির দিকে তাকাই, সেক্ষেত্রে প্রায় ৪৩ শতাংশ বিনিয়োগকারী তাঁদের অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে পছন্দ করেন। এছাড়াও, প্রায় ৪৩ শতাংশ বিনিয়োগকারী এখনও বিভিন্ন ধরণের বীমা প্রকল্পে বিনিয়োগ করেন।
আরও পড়ুন: পাত্তা পাবে না গিজার, ১,৫০০ টাকায় বাড়িতে নিয়ে আসুন এই যন্ত্র, মিলবে অফুরন্ত গরম জল
ক্রেজ কমেছে সোনার: এদিকে, দেশের অভ্যন্তরে সোনায় বিনিয়োগের ক্রেজ কমছে। সোনা এবং অন্যান্য পণ্যগুলিতে, শুধুমাত্র ২৭ শতাংশ বিনিয়োগকারী বিনিয়োগ করেন। তবে, সোনাকে বিনিয়োগের ক্ষেত্রে সর্বদা সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়। পাশাপাশি, এটিকে “সলিড ক্যাশ”-ও বলা হয়। সোনার মতোই প্রায় ২৭ শতাংশ বিনিয়োগকারী EPF এবং PPF-এর মতো প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করেন। উল্লেখ্য যে, ইতিমধ্যেই ক্রিপ্টোর মতো নতুন বিনিয়োগের বিকল্পও বাজারে এসেছে। এমতাবস্থায়, প্রায় ২৩ শতাংশ বিনিয়োগকারী ক্রিপ্টোতে বিনিয়োগ করতে চান। এছাড়াও, ১৯ শতাংশ বিনিয়োগকারী রিয়েল এস্টেট এবং অন্যান্য সম্পত্তিতে বিনিয়োগের ব্যাপারে পছন্দ করেন।