বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য রাজ্য সঙ্গীত নির্দিষ্ট করার প্রস্তাব আগেই পাশ হয়েছিল বিধানসভায় (Assembly)। আর গত সোমবার বিধানসভা মিউজিয়াম উদ্বোধনের দিন রাজ্য সঙ্গীত নিয়ে বড় বয়ান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সাথে এইদিন উপস্থিত ছিলেন স্পিকার সহ দলের বিধায়কেরা। সকলের উপস্থিতিতে দলনেত্রী বলেন, এবার থেকে সমস্ত সরকারি অনুষ্ঠানে এই গান গাওয়া হবে।
এইদিন অনুষ্ঠান শেষে সবাইকে একসঙ্গে ‘বাংলার মাটি বাংলার জল’ গাইতে বলেন মমতা। সেই সাথে মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে দিলেন, জাতীয় সঙ্গীতের (National Anthem) মতো এ বার রাজ্য সঙ্গীতও (State Anthem) দাঁড়িয়ে গাইতে হবে। পাশাপাশি মঞ্চে দাঁড়িয়ে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ভূমিকার কথাও উল্লেখ করেছেন। এমনকি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন মঞ্চেও এই গান গাওয়া হতে পারে বলে খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর এই গান সংক্রান্ত বিল পাশ হয়েছিল বিধানসভায়। সেই বিল অনুযায়ী রবি ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কোথাও সেই গান গাওয়া হয়নি। তবে এবার থেকে সবরকম সরকারি অনুষ্ঠানে এই গান গাওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : ‘ক্ষমতা কুক্ষিগত করে রাখলে পতন অবশ্যম্ভাবী’, মমতাকে উড়ন্ত তীর ছুঁড়লেন অভিষেক? উঠছে প্রশ্ন গ
আসলে ছত্তিশগড়, গুজরাট, কর্নাটক, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু, পুদুচেরি, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির নিজস্ব রাজ্য সঙ্গীত থাকলেও এতদিন পশ্চিমবঙ্গের কোনও আলাদা রাজ্য সঙ্গীত ছিলনা। এই কারণেই রাজ্য সঙ্গীতের প্রস্তাব এনেছিল সরকার। আর কার্যত সেটাতেই শিলমোহর পড়ল এবার। যদিও এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ না করা নিয়ে একপ্রস্থ বিতর্কও তৈরি হয়েছে।
আরও পড়ুন : ‘বাংলায় মিড ডে মিলে ৪ হাজার কোটির দুর্নীতি, CBI তদন্ত হলেই…’! সংসদে বিস্ফোরক ধর্মেন্দ্র প্রধান
উল্লেখ্য, ২০০৬ সালে বিধানসভর লবি ভাঙচুরের অভিযোগ রয়েছে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে। সেই কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু এইদিন বলেন, সংগ্রহশালা যখন হচ্ছে, সেখানে তৃণমূল বিধায়কদের সে দিনের ভাঙা আসবাবের নমুনাও সেখানে রাখা উচিত!’ যদিও কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেন, সেদিন বিধানসভায় ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ ভুয়ো।