‘বাংলায় মিড ডে মিলে ৪ হাজার কোটির দুর্নীতি, CBI তদন্ত হলেই…’! সংসদে বিস্ফোরক ধর্মেন্দ্র প্রধান

বাংলা হান্ট ডেস্ক : ফের একবার বাংলা নিয়ে বিতর্কের পারা চড়ল লোকসভার (Lok Sabha) শীতকালীন অধিবেশনে‌। গত সোমবার সংসদ ভবনে তৃণমূল (Trinamool) যখন আবাস যোজনা, ১০০ দিনের কাজ নিয়ে সুর চড়ান, তখন পালটা জবাবে বিষ্ফোরক দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan)। বাংলার মিড ডে মিলে (Mid Day Meal) (Pradhan Mantri Poshan Shakti Nirman) ৪ হাজার কোটি টাকার তছরূপ হয়েছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী।

এইদিন লোকসভার অধিবেশনে তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, ‘এরা গরিবদের জন্য ভারত সরকারের দেওয়া টাকা লুট করছেন।’ মিড ডে মিলের আর্থিক তছরুপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পিএম পোষণ যোজনা, মিড ডে মিলে ওরা সরকারি কোষাগারের চার হাজার কোটি টাকা তছরূপ করেছেন। তাই কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।’

ধর্মেন্দ্রর আরও সংযোজন, ‘সত্য সামনে আসবে। ওদের মন্ত্রীরা জেলে আছেন। ওদের ভয় লাগছে এ বার শীর্ষস্তরের নেতারা জেলে যাবেন। তাই সভায় গন্ডগোল করছেন। অধিবেশনের সময় নষ্ট করছেন।’ যদিও এই অভিযোগের পর চুপ থাকেনি তৃণমূলও। সাংসদ শান্তনু সেন বলেন, ‘এখন তো কলে জল না পড়লেও সিবিআইয়ের কথা বলে। সিবিআই এবং ইডি যে ওদের রাজনৈতিক সহযোদ্ধা, সেটা গোটা দেশের মানুষ জানে।’

আরও পড়ুন : ফের বাজিমাত করল ইসরো, চন্দ্রযানের একটা অংশ ফিরিয়ে আনা হল পৃথিবীতে! তাজ্জব বিশ্ব

শান্তনুর সাফ কথা, মিড ডে মিল সংক্রান্ত চার হাজার কোটি টাকা তো দূর, চার কোটি টাকা তছরুপের অভিযোগ প্রমাণ করতে পারবেনা সিবিআই। এই সবকিছুই করা হচ্ছে কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। শান্তনু জানিয়েছেন, ‘দুর্নীতি তো দূরের কথা উল্টে মিড ডে মিলের ১৮ কোটি টাকা বাঁচিয়েছে রাজ্য সরকার।’

আরও পড়ুন : ‘আমাকে কেউ ফোন করেনি, জানায়নি’, ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

mamata banerjee (1)

এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মিড ডে মিলের দুর্নীতি প্রসঙ্গে বলেন, ‘‘মিড ডে মিলে সিবিআই তদন্ত হচ্ছে।’’ যদিও কেন্দ্র এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে পূর্বে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছিলেন, ‘মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের পরিদর্শক দল কয়েক বার এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে। তাই শিক্ষা মন্ত্রক বাধ্য হয়েছে এ বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করে চিঠি লিখতে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর