ধোনি বা কোহলির মাথাতেও আসেনি এই আইডিয়া! অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিততে অভিনব প্ল্যান পাকিস্তানের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে (Australian Cricket Team) টেস্ট সিরিজের হারানো একেবারেই সহজ কাজ নয়। কিন্তু এই অসম্ভবের সামিল কাজটা দুই বার করে দেখিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। চলতি শতকের শুরুতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করে ফিরেছিল ভারত। এরপর একবার কুম্বলে এবং বিশেষ করে ধোনির নেতৃত্বে দুইবার অস্ট্রেলিয়ার মাটিতে অপমানজনক সিরিজ হারের শিকার হয়েছিল ভারত।

তবে তার পরের দুটি অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি ও অচিন্তা রাহানের নেতৃত্বে ভারত টানা দুইবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। আসন্ন বেনো-কাদির সিরিজে এবার ভারতের ওই সাফল্যকে ছাপিয়ে যেতে চায় পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)।

Indian Test Team

ডিসেম্বর মাসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs Pakistan) একটি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই দেশে পৌঁছে গিয়েছেন বাবর আজমরা। প্রস্তুতি চলছে জোর কদমে। কিন্তু এই সিরিজের জন্য মানুষ প্রস্তুতি সারতে গিয়ে যদি ইতিহাসের দিকে তাকাতে চান তারা তাহলে পুরোপুরি হতাশ হবে পাকিস্তান ক্রিকেট দল।

আরও পড়ুন: এই ক্রিকেটারকে ভারতীয় দল থেকে বাদ দিয়েছিল BCCI! টানা ২ বার ম্যাচের সেরা হয়ে যোগ্য জবাব দিলেন তিনি

অস্ট্রেলিয়ার মাটিতে গত তিন দশকে ১৪ টি টেস্ট খেলে একটি ম্যাচেও জেতেনি পাকিস্তান। এই রেকর্ড নিঃসন্দেহে অনেকটাই লজ্জার। তবে এবার এই ধারার পরিবর্তন ঘটাতে চান উইকেটরক্ষক ও প্রাক্তন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। সারফরাজের ধারণা এবার নিজেদের ব্যাটিংয়ের ওপর ভর করে এই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতবে তারা।

আরও পড়ুন: হাতে নেই কোহলি বা রোহিত! দক্ষিণ আফ্রিকার মাটিতে মান বাঁচাতে BCCI-এর সবচেয়ে বড় ভরসা এই তারকা

সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে মার দেওয়ার জন্য আরও একটি অভিনব উপায় বার করেছে পাকিস্তান শিবির। অস্ট্রেলিয়ার বেশিরভাগ ক্রিকেটারই উপমহাদেশে একাধিক আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি টি-টোয়েন্টি লিগগুলি খেলার কারণে হিন্দি বা উর্দু ভাষার সঙ্গে কিছুটা পরিচিত হয়ে উঠেছেন। তাই তাদের পরিকল্পনা যাতে মাঠের মধ্যে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বুঝতেই না পান সেজন্য এবার নিজেদের মধ্যে পাঞ্জাবি ভাষায় কথা বলার ফন্দি কষেছে পাকিস্তান।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর