হাতে নেই কোহলি বা রোহিত! দক্ষিণ আফ্রিকার মাটিতে মান বাঁচাতে BCCI-এর সবচেয়ে বড় ভরসা এই তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে যাবতীয় গুজবের পরিসমাপ্তি ঘটিয়ে বিসিসিআই (BCCI) আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের (India’s Tour of South Africa) জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করলো। বিরাট কোহলির (Virat Kohli) মতোই রোহিত শর্মাও (Rohit Sharma) আপাতত সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখছেন সেটা দল দেখেই বোঝা গেল। দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজের সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ওডিআই সিরিজে লোকেশ রাহুল (KL Rahul) ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।

নিন্দুকদের যোগ্য জবাব দিয়েছেন রাহুল:

চলতি বছরের মাঝামাঝি চোট সারিয়ে অনবদ্য প্রত্যাবর্তন ঘটিয়েছে রাহুল। ধারাবাহিক ভাবে রান করার পাশাপাশি তিনি নিয়মিত উইকেটকিপিংয়েও অভ্যস্ত হয়ে উঠেছেন। তিনি এখন ভক্তদের প্রিয়। কিন্তু পরিস্থিতি বছরের শুরুতে এমন ছিল না। আইপিএলে তিনি চোট পাওয়ায় ভক্তরা বলেছিলেন যে এতে ভারতীয় দলের লাভই হলো। কিন্তু সুস্থ হয়ে ফিরে নিন্দুকদের যোগ্য জবাব দিয়েছেন রাহুল।

kl world cup

অধিনায়ক রাহুলের চ্যালেঞ্জ:

এর আগেও দক্ষিণ আফ্রিকা সফরে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন রাহুল। কিন্তু ২০২২ সালের জানুয়ারি মাসে সেই ওডিআই সিরিজ ভারতকে ৩-০ ফলে হারতে হয়েছিল। এরপর রোহিত ফিরলে ভারতীয় দলে হিটম্যানের ডেপুটির জায়গাও খোয়াতে হয়েছিল তাকে। কিন্তু ভাগ্য ও তার কঠিন পরিশ্রম তাকে ফের একটা সুযোগ দিয়েছে নিজেকে প্রমাণের। অধিনায়ক হিসেবে এবার প্রোটিয়াদের বিরুদ্ধে তাদের জমিতেই সিরিজ জিতে আরও একবার নিন্দুকদের জবাব দিতে চাইবেন রাহুল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় চূড়ান্ত অপমান পাকিস্তানকে! এয়ারপোর্টে নেই কেউ, ট্রাক ডেকে কুলির কাজ করতে হলো বাবরদের

কাজটা হবে না সহজ:

তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে রাহুলের কাজটা একেবারেই সহজ হবে না। গত বছর তার নেতৃত্বে ভারতীয় দল যখন সিরিজ হেরেছিল প্রোটিয়াদের বিরুদ্ধে তাদের মাটিতেই, তখন ভারতীয় দলে বিরাট কোহলি শেখর ধাওয়ানদের মতো অভিজ্ঞ তারকারা উপস্থিত ছিলেন। আর এবার একেবারেই অনভিজ্ঞ দল দিয়ে মাঠে নামবে ভারত। তরুণ ক্রিকেটারদের সঠিক ভরসা জুগিয়ে তাদের কাছ থেকে পারফরম্যান্স আদায় করতে না পারলে সিরিজে ভালো ফল করা অসম্ভব। তাই রাহুলের চ্যালেঞ্জ একেবারেই সহজ নয়।

আরও পড়ুন: ফাইনাল হারের পর আবার খারাপ সংবাদ ভারতের জন্য, বাংলাদেশ এগিয়ে গেল পয়েন্টস টেবিলে! চাপে রোহিতরা

দক্ষিণ আফ্রিকা সফরের ওডিআই স্কোয়াড:

রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল [অধিনায়ক ও উইকেটরক্ষক], সঞ্জু স্যামসন [উইকেটরক্ষক], অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিং

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর