বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকার (Central Government) কাশ্মীর (Kashmir) থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে বহুদিন হয়ে গেল। আর এবার তো পাক অধিকৃত কাশ্মীরের জন্য বিধানসভায় আসন সংখ্যাও নির্দিষ্ট করে দিল কেন্দ্র। গত বুধবার সংসদ ভবনে দাঁড়িয়ে অমিত শাহ (Amit Shah) হুঙ্কার দিয়ে বলে ওঠেন, ‘পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়’। সেই সাথে পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪ টি আসনও সংরক্ষণের কথা বললেন তিনি।
শাহের এই শাহী ঘোষণার পর থেকেই আলোড়ন শুরু হয়েছে দেশের রাজনৈতিক মহলে। মোদীর কাশ্মীর নীতির বিরোধিতা করে মুখ খুলেছেন অনেকেই। এইদিন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, ‘কাশ্মীর তো ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এটা তো যেকোনও ভারতবাসীর কাছে গর্বের হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখছি চিন আমাদের ডোকলাম দখল করে নিচ্ছে।’
এর পাশাপাশি এইদিন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘সাহস থাকলে PoK থেকে একটা আপেল এনে দেখাক। ২০২৪ সালের নির্বাচনের আগে PoK ছিনিয়ে নিক। গোটা দেশের ভোট পাবে বিজেপি।’ যদিও এসবে কান দেওয়ার মত সময় বিজেপির হাতে নেই। কারণ মোদী সরকার এখন PoK নিয়ে জরুরি বৈঠকে ব্যস্ত।
আরও পড়ুন : ভাঙলো ১১ মাসের রেকর্ড! মিঠিঝোরা আসতেই বাউন্ডারি পার ‘অনুরাগের ছোঁয়া’, TRP তে বড় চমক
প্রসঙ্গত উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ PoK নিয়ে বিতর্কের শেষ নেই। ভারতের এই অংশটিকে দীর্ঘদিন ধরেই দখল করে রেখেছে পাক সরকার। যদিও ভারতের দাবি, কাশ্মীরের এই অংশটি ভারতের অবিচ্ছেদ্য অংশ। এবং তা আবারও একদিন ভারতের সঙ্গে যুক্ত হবে। এমতাবস্থায় জম্মু কাশ্মীর সংশোধনী বিল এবং জম্মু কাশ্মীর সরংক্ষণ বিলে পাক অধিকৃত কাশ্মীরের জন্য বিধানসভার আসন সংরক্ষণ করার বিষয়টা বড়োই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক কারবারিরা।
আরও পড়ুন : ‘লিঙ্ক নেই থেকে শুরু করে লাঞ্চ ব্রেকের বাহানা’, গ্রাহক হয়রানি বন্ধ করতে নয়া উদ্যোগ RBI-র
এসব জল্পনার মাঝেই সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে লাগাতার মিটিং করেছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং লোকসভার শীতকালীন অধিবেশনের পরপরই নাকি আবারও এক জরুরী বৈঠক ডাকতে চলেছে মোদী ক্যাবিনেট। আর এবার খবর, সমস্ত বিজেপি সাংসদেরও নাকি এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমতাবস্থায় রাজনৈতিক মহলের জল্পনা ২০২৪ এর ভোটের আগেই কি PoK নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নেবে মোদী সরকার?