ফের এন্ট্রি নিচ্ছে Sumo, নতুন রূপে ফিরবে টাটার এই গাড়ি! এবার বাজার শেষ হুন্ডাই, মহিন্দ্রার

বাংলা হান্ট ডেস্ক : টাটা মোটরস (Tata Motors), ভারতের অন্যতম প্রমুখ গাড়ি নির্মাতা। দেশ বিদেশের নানান ইলেকট্রিক গাড়িকে (Electric Vehicle) টেক্কা দিচ্ছে টাটা মোটরস। বাজারে যে পরিমানে ইলেকট্রিক গাড়ি আসছে সেইক্ষেত্রেও কিন্তু টাটা মোটরস পিছিয়ে নেই। টাটা মোটরস ভারতের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা, সংস্থাটি সম্প্রতি অনেক নতুন নতুন বৈদুত্যিক গাড়ি এনে সকলকে ‘থ’ করে দিয়েছে।

তবে এবার টাটা মোটরস, টাটা সুমো এর বৈদুত্যিক নতুন ভার্সন বাজারে নিয়ে আস্তে চলেছে। টাটা সুমো নতুন ভার্সন ইলেকট্রিক রেন্ডারের ছবি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। এই গাড়ির নতুন ডিজাইনের রেন্ডারটি সকলকে চমকিয়ে দিয়েছে। Tata Sumo EV Render, এই গাড়িটি তিন সারির সিটিং ব্যাবস্থার সাথে আস্তে চলেছে। আশা করা যাচ্ছে এগুলি পুরোনো ভেরিয়েন্টের থেকে বেশি প্রিমিয়ারম হবে।

   

গাড়িতে অল-এলইডি লাইটিং,ডেটাইম রানিং লাইটস (DLR), ক্রুশ ওভার লুক, এবং কালো গ্রিল সহ বিভিন্ন ডিজাইনার ফিচারসহিত থাকবে। গাড়িতে উন্নত সুরক্ষা, ডাস্ট প্রটেকশন, এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসটেন্স সিস্টেম (এডিএএস) এর মতো বৈশিষ্টগুলি থাকতে পারে।

আরও পড়ুন : কার্শিয়াংয়ে ভাইপোর বিয়েতে শ্রমিকদের পোশাকে চা বাগানে মমতা! গান গেয়ে জিতলেন পাহাড়ের মন

গাড়িতে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, কেন্দ্রীয় কনসোল, একটি ডিজিটাল ক্লাস্টার, এবং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সহ বিভিন্ন টেকনোলজি ফিচার থাকতে পারে। গাড়ির প্রধান শক্তি ব্যবহার হতে পারে টাটা হ্যারিয়েরের বৈদুত্যিক পাওয়ার ট্রেন, যা একটি যা একটি দৈত্ব বৈদুত্যিক মোটর এবং শক্তিশালী ব্যাটারি থাকতে পারে।

আরও পড়ুন : ‘লিঙ্ক নেই থেকে শুরু করে লাঞ্চ ব্রেকের বাহানা’, গ্রাহক হয়রানি বন্ধ করতে নয়া উদ্যোগ RBI-র

 

এই গাড়ি প্রায় ৪০০-৫০০ কিলোমিটার মাইলেজ সরবরাহ করতে পারবে। এর শক্তিশালী শরীর, অফ-রোডিং ক্ষমতা এবং কম রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য পরিচিত।টাটা সুমো ইলেকট্রনিক রেন্ডারটি একটি নতুন যুগ ধারণ করতে চলেছে। যা বৈদুত্যিক গাড়ির বাজারে একটি অন্যতম স্থান বজায় রাখতে পারে।

সম্পর্কিত খবর