বাংলা হান্ট ডেস্ক : মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স জিও (Reliance Jio) নিজের ৯০৯ টাকার একটি নতুন প্রি-পেইড প্ল্যান লঞ্চ করেছে। যা 5G ডেটা সহ আসে এবং OTT অ্যাপের সাবক্রিপশন বিনামূল্যে অর্জন করা যাবে। ৯০৯ টাকার আনলিমিটেড ডেটা প্ল্যান চালু করেছে। এই প্ল্যানে আপনাকে প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০ এসএমএসের সুবিধা দেওয়া হবে। এই আনলিমিটেড ডেটা প্ল্যানটি ৮৪ দিনের জন্য চলবে।
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিও এই প্রি-পেইড প্ল্যানের মাধ্যমে ৯০৯ টাকার চেয়ে বেশি সুবিধা প্রদান করেছে। TRAI জিও (Jio) এবং এয়ারটেলকে (Airtel) সীমাহীন ডেটার শর্তাবলী স্পষ্টভাবে ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছে। এই ক্ষেত্রে, আনলিমিটেড 5G ডেটা মানে ৩০ দিনের জন্য সর্বাধিক ৩০০ জিবি ডেটা।
৯০০ টাকার প্ল্যানের সুবিধা
রিলায়েন্স জিও তার এই প্রি-পেইড প্ল্যানের মাধ্যমে ৯০৯ টাকায় ২ জিবি ডেটার সুবিধা দেবে। এই প্ল্যানটি ৮৪ দিনের বৈধতার সাথে আসে। অর্থাৎ, আপনাকে ৮৪ দিনের জন্য প্রতিদিন সর্বোচ্চ ২ জিবি ডেটা দেওয়া হবে।এছাড়াও, প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা দেওয়া হবে। এই প্ল্যানে আপনাকে Sony LIV, Zee 5, এবং Jio TV-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হবে। Jio Cinema এবং Jio Cloud-এ অ্যাক্সেসর সুবিধা পাওয়া যাবে। এছাড়া, 5G রিচার্জ প্ল্যানগুলিতে সীমাহীন ডেটা অফার করার কথা জানানো হয়েছে, যা শীঘ্রই চালু করা হবে।
আরও পড়ুন : কপাল! ‘দু’পয়সার সাংবাদিক’ বিতর্কের এক বছর পর একই দিনে সাংসদ পদ খোয়ালেন মহুয়া
এক বছর আগে জিও দেশব্যাপী 5G নেটওয়ার্ক চালু করেছে। বর্তমানে Jio এবং Airtel উভয়য়েই বিনামূল্যে 5G ডেটা অফার করছে।তাদের সংবাদ সূত্রে জানা গিয়েছে যে, শীঘ্রই তাদের 5G রিচার্জ প্ল্যানগুলি লঞ্চ হতে পারে। যদিও Jio এবং Airtel এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।