বাংলাহান্ট ডেস্ক : পর্যটনের মরশুমে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বাতিলের খবর সামনে আসার পর হুলস্থুল পড়ে যায় চারিদিকে। রেলের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা। এরপর তড়িঘড়ি বদল করা হল রেলের সিদ্ধান্ত। পূর্ব রেল জানিয়েছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হল।
হাওড়ার (Howrah) ডিআরএম (DRM) সঞ্জীব কুমার জানিয়েছেন, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঘুর পথে চলাচল করবে ১০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ বাতিল থাকছে না শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ডুয়ার্স ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস। অন্যদিকে এখন চলছে পর্যটনের মরশুম।
আরোও পড়ুন : পেঁয়াজের দাম নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, এই দিন থেকে হু হু করে কমবে রেট! স্বস্তিতে আমজনতা
সেই কথা চিন্তা করে রেল নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। ঘুর পথে চলাচল করার জন্য নির্দিষ্ট সময় থেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় বেশি লাগতে পারে এই ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে। হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার জানান, তৃতীয় লাইন তৈরির কাজ চলবে হাওড়া ডিভিশনের চাতড়া ও মুরারাই স্টেশনের মাঝে। এর ফলে বেশকিছু ট্রেন বাতিল থাকছে।
আরোও পড়ুন : জলের বোতল থেকে শাঁখা-পলা! এগুলি সঙ্গে থাকলে TET পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, জানাল পর্ষদ
কিছু ট্রেনের যাত্রা পথ এই কদিন সংক্ষিপ্ত করা হবে। এই কদিন বাতিল থাকছে হাওড়া-মালদা ইণ্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-গয়া এক্সপ্রেস। এছাড়াও বাতিল করা হয়েছে সাহেবগঞ্জ-রামপুরহাট এক্সপ্রেস, আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল, ২টি রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল, রামপুরহাট-সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল ও রামপুরহাট-বারহারওয়া প্যাসেঞ্জার স্পেশাল। এছাড়াও এই কদিন ঘুর পথে চলবে আপ ও ডাউন লাইনের ৪২ টি ট্রেন।
এদিন ডিআরএম জানান, কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রথমে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু পর্যটকদের কথা ভেবে সেই সিদ্ধান্তে বদল আনা হচ্ছে। যদিও ট্রেন ব্লকের সিদ্ধান্ত বর্ধিত করে ২ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল পরবর্তীতে। কিন্তু পর্যটনের কথা চিন্তা করে ১০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ঘুর পথে চালানো হবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস।