Ekchokho.com 🇮🇳

তাদের বাদ দিয়েই তিনটি মামলা! বড় দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কসবা ল কলেজের নির্যাতিতার পরিবার

Published on:

Published on:

Kasba College rape family moves High Court

বাংলা হান্ট ডেস্ক : কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের (Kasba Law College) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় (Rape Incident) ইতিমধ্যে দায়ের হয়েছে তিনটি জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার হবে সেই মামলার শুনানি। তবে তার আগে এই মামলার সাথে যুক্ত হতে চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। বুধবার তারা হাইকোর্টে (Calcutta High Court) গিয়ে আইনজীবীদের সাথে এই মামলায় যুক্ত হওয়ার আইনি দিক নিয়ে আলোচনা করেছেন। তাদের অভিযোগ, দায়ের হওয়া কোনো জনস্বার্থ মামলাতে তাদের পরিবারকে যুক্ত করা হয়নি। কিন্তু এই গোটা ঘটনায় তাদের মতামত দেওয়ার অধিকার রয়েছে, এমনটাই জানিয়েছেন নির্যাতিতার পরিবার।

সিবিআই নয়, কলকাতা পুলিশের তদন্তেই আস্থা পরিবারের

কসবা ল কলেজে ঘটে যাওয়া ধর্ষণ কান্ডের তদন্ত করছে ৯ সদস্যের বিশেষ তদন্তকারীদল। গতকাল অর্থাৎ বুধবার এই তদন্তভারের দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগকেও। তবে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে তারা সিবিআই তদন্ত চায় না। কলকাতা পুলিশের তদন্তের উপরেই তাদের আস্থা বেশি। কিন্তু ঘটনার পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে এই ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে এবং সিবিআই তদন্তের (CBI Investigation) আবেদনও করা হয়েছে।

আরও পড়ুনঃ উল্টো রথে দীঘায় থাকছেন না মমতা! কারণ কী?

Kasba College rape family moves High Court

উল্লেখ্য, গত ২৫ শে জুন সন্ধ্যায় কসবা ল কলেজ ক্যাম্পাস এর মধ্যে আইনি বিভাগের এক ছাত্রী কে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছাড়াই রাজ্য রাজনীতিতে। অভিযোগ সন্ধ্যে ৭ টা থেকে সাড়ে ১০ টা ৫০ পর্যন্ত নির্যাতন করা হয় ওই ছাত্রীকে। প্রথমে ইউনিয়ন রুমে ধর্ষণের চেষ্টা করা হলেও পরে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ঘটনায় পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত টিএমসি নেতা ও ওই কলেজের প্রাক্তন এবং অস্থায়ী কর্মী। বাকি দুজন অভিযুক্ত কলেজের বর্তমান ছাত্র এছাড়া কলেজে নিরাপত্তা রক্ষীকে ও পুলিশ গ্রেফতার করেছে।