বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে এখন নন ফিকশন শোয়ের ধুম। এতশত শোয়ের মাঝে জি বাংলার সারেগামাপা (Saregamapa) বরাবর বিশেষ খাতির পেয়েছে। এবারও ফের বড় চমক। ফিরছে সারেগামা। জি বাংলায় সম্প্রতি এই রিয়েলিটি শোয়ের অডিশনের প্রোমো এসেছে প্রকাশ্যে।

প্রকাশ্যে সারেগামাপার (Saregamapa) নতুন প্রোমো
প্রায় এক বছর পর ফিরছে সারেগামাপা (Saregamapa)। বর্তমানে চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে ডান্স বাংলা ডান্স। এই শো শেষের পরেই শুরু হবে সারেগামাপা। তার অবশ্য এখনো অনেকটাই দেরি রয়েছে। তবে প্রথম অডিশনের দিনক্ষণ ঘোষণা হতেই উচ্ছসিত দর্শকরা।
কী দেখা গেল প্রোমোতে: এবারে শোতেও থাকছে বড় চমক। সামনে আসা প্রোমোতে দেখা গিয়েছে, গঙ্গার ঘাটে ফুল কেনাবেচা, দুর্গা প্রতিমা গড়ার দৃশ্য। পুজোর আমেজটাকেই তুলে ধরা হয়েছে প্রোমোতে। সেই সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাত সুরে হবে মায়ের আগমন। সারেগামাপা (Saregamapa) আর দুর্গাপুজা, বাংলার শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন! আসছে সারেগামাপা অডিশন।’
আরো পড়ুন : বাবা খ্রিস্টান, মা শিখ, ভাই আবার মুসলিম! ‘বিচিত্র’ পরিবারে ছেলের ধর্ম কী রাখবেন বিক্রান্ত?
কবে থেকে শুরু অডিশন: জানা গিয়েছে, চলতি মাস থেকেই হইহই করে শুরু হয়ে যাচ্ছে অডিশন। প্রথম অডিশন হবে বাঁকুড়ায়। তারপর ধীরে ধীরে প্রত্যেক জেলাতেই হবে অডিশন। এখনো অবশ্য প্রথম অডিশন নিয়ে বিশেষ কোনো তথ্য দেওয়া হয়নি। তাই সেদিকেই তাকিয়ে দর্শকরা।
আরো পড়ুন : শিথিল হচ্ছে নিষেধাজ্ঞা, পাক শিল্পীদের নিয়ে ‘চরম’ পদক্ষেপের দাবি তুলে চিঠি প্রধানমন্ত্রীকে
প্রসঙ্গত, সারেগামাপার (Saregamapa) জনপ্রিয়তা বরাবরই থাকে তুঙ্গে। বিভিন্ন জেলার প্রতিযোগীদের মধুর সুরে ভেসে যান শ্রোতারা। কবে থেকে শুরু হবে সারেগামাপার নতুন সিজন, তার অপেক্ষাতেই রয়েছেন সকলে।