Ekchokho.com 🇮🇳

পূর্ব মেদিনীপুরে গেরুয়া ঝড়! বিধানসভা নির্বাচনের আগে পর পর জয় BJP-র, গোল্লা পেল তৃণমূল

Published on:

Published on:

bjp suvendu adhikari

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে যখন পায়ের তলার মাটি আরও শক্ত করতে ব্যস্ত শাসকদল, সেই সময় একের পর এক সমবায় জয় বিজেপির (BJP)। নন্দীগ্রামের পর এবার খেজুরিতে (Khejuri) সমবায় নির্বাচনে বিপুল আসনে জিতল বিজেপি। পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে ফের নিরঙ্কুশ জয় পদ্ম শিবিরের।

খেজুরির আকাশ গেরুয়া | BJP

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির কামারদা দেউলপোতা সমবায় সমিতির ভোটে বড় জয় গেরুয়া শিবিরের। মোট আসন সংখ্যা ৮। আর ৮ আসনেই জিতেছেন বিজেপি সমর্থিক প্রার্থীরা। গো হারা হেরেছে তৃণমূল। জোটেনি একটিও আসন। কোনও অশান্তির খবরও শোনা যায়নি নির্বাচনকে ঘিরে। বুধবার সকাল থেকে কড়া পুলিসি প্রহরায় ভোটগ্রহণ চলে। বিকেলে ফলাফল সামনে আসতেই গেরুয়া ঝড়।

আরও পড়ুন: শার্টের বোতাম খুলতে খুলতে…’, বন্ধ ঘরে চড়াও হন মনোজিৎ! TMCP নেতার আরও ‘কীর্তি’ ফাঁস কলেজেরই আরেক ছাত্রীর

জিতল বিজেপি, গণতন্ত্র বলছে তৃণমূল

এদিকে গতকাল এক অদ্ভুত দৃশ্য দেখল খেজুরি। ভোটের রেজাল্ট ঘিরে তৃণমূলের দাবি, এই জয় আসলে গণতন্ত্রেরই প্রতিফলন। তৃণমূলের কথায়, শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা পুলিশ পক্ষপাতদুষ্ট, সন্ত্রাস বা লুটপাটের যে অভিযোগ করে থাকেন, সেসব যে সম্পূর্ণ মিথ্যে আজকের শান্তিপূর্ণ নির্বাচনে তা প্রমাণিত হয়েছে।

BJP wins in co-operative election Suvendu Adhikari happy

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস! আর কতদিন চলবে বর্ষণ? আজকের আবহাওয়ার খবর

প্রসঙ্গত, এর আগে নন্দীগ্রামের আমড়াতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর পরিচালক মন্ডলীর নির্বাচন, নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ভোট সহ আরও কিছু সমবায়ে পর পর জয় পেয়েছিল বিজেপি। আর এবার খেজুরিতেও একই চিত্র। বিধানসভা ভোটের আবহে বিজেপির এই জয় স্বাভাবিকভাবেই বাড়তি অক্সিজেন যোগাবে পদ্ম শিবিরকে।