বাংলা হান্ট ডেস্ক : বঙ্গ বিজেপির (BJP) একজন শক্তিশালী নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রতিদিনই তিনি প্রাতঃভ্রমণে বের হন। আজ অর্থাৎ বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। তবে আজকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) দেখা গেল একটু অন্য মেজাজে। রাস্তায় ডুগডুগি বাজাতে বাজাতে আজ ঘুরলেন তিনি। কাকভোরে দুর্গাপুরের (Durgapur) রাস্তায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এই রূপ দেখে চমকে গেলেন অনেকেই।

গতকাল বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শমিক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। আর আজই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাস্তায় ডুগডুগি হাতে হাঁটলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন তিনি এমনটা করলেন? তিনি কি কাউকে কোন বার্তা দিতে চাইছেন? এরকম অনেক প্রশ্ন জমা হয়েছে রাজ্যবাসী ও প্রত্যক্ষদর্শীদের মনে।
ডমরু হাতে মহাদেবের ভঙ্গিতে, কিন্তু বার্তা কার উদ্দেশে?
এদিন প্রাতঃ ভ্রমণে বেরিয়ে রাস্তায় মিষ্টি খেয়েছেন দিলীপ ঘোষ। তারপরে ডুগডুগি বাজাতে বাজাতে হেঁটে বেরিয়েছেন দুর্গাপুরের রাস্তায়।। এই সময় সাংবাদিকরা প্রশ্ন করতেই দিলীপ ঘোষ বলেন, “শ্রাবণ মাস পড়েছে। প্রভু মহাদেব চারিদিকে ডমরু বাজাচ্ছেন, আমরাও জাগাচ্ছি। বর্তমান পরিস্থিতির জন্য সবাইকে জাগানোর সময় এসেছে।” তবে কোন পরিস্থিতি? কে ঘুমিয়ে পড়েছেন? কাদের জাগাতে চাইছেন দিলীপ? সেই সব প্রশ্নের স্পষ্ট জবাব দেন নি দিলীপ ঘোষ। তবে রাজ্য সভাপতির পদ থেকে তিনি যে ক্রমশ দূরে সরে যাচ্ছেন, তা অনেকদিন ধরেই স্পষ্ট। আগে যিনি মোদী-অমিত শাহর সফরে বাংলার প্রতিনিধি ছিলেন, তাঁকেই এখন দেখা যায় না কেন্দ্রীয় কোনও কর্মসূচিতে। রাজ্য রাজনীতিতে কেউ কেউ মনে করছেন, দিলীপ ঘোষ আসলে নিজের একাধিকবার উপেক্ষিত হওয়ার প্রতিবাদ জানিয়েছেন সৃজনশীল ভঙ্গিতে। মুখে কিছু বলছেন না ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে দলের বর্তমান নীতির বিরুদ্ধে বোধহয় সুর চড়াচ্ছেন তিনি।
সাম্প্রতিক অতীতে তাঁর নাম রাজ্য সভাপতির সম্ভাব্য মুখ হিসেবে ঘুরেফিরে এলেও শেষপর্যন্ত বাদ পরেন তিনি। গতকাল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে জন্য মনোনীত হয়েছেন শমীক ভট্টাচার্য। খালি হাতে ফিরেছেন দিলীপ ঘোষ। অনেকে মনে করছেন এজন্যই হয়তো অভিমানে দলে দিলীপ ঘোষের অবদান যাতে কেউ না ভোলে তাই তিনি ডুগডুগি বাজিয়ে ঘুম ভাঙাতে চাইছেন বিজেপিরই!