Ekchokho.com 🇮🇳

কসবা কাণ্ডে RG Kar-এর স্মৃতি, ‘অভয়া’র বাবা মাকে নিয়ে পতাকা ছাড়া নবান্ন অভিযান শুভেন্দুর, চাপে রাজ্য!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডের পর এক বছরও কাটেনি। এর মধ্যেই ফের কসবা ল কলেজের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। প্রথমে সরকারি হাসপাতালের ভেতরে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন, আর এখন সরকারি কলেজের ভেতর গণধর্ষণের শিকার ওই কলেজেরই পড়ুয়া! দুটি ঘটনাই প্রশ্ন তুলে দিচ্ছে, রাজ্যে নারীরা কোথায় সুরক্ষিত? কসবার ঘটনাতেও প্রথম থেকেই সরব বিজেপি। আর এবারও হুঙ্কার দিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করলেন, আগামী ৯ ই অগাস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে হবে নবান্ন অভিযান। নিজে তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁর বাবাকে অনুরোধ করবেন বলে জানান বিরোধী দলনেতা।

কসবা কাণ্ডে শুভেন্দুর (Suvendu Adhikari) নেতৃত্বে প্রতিবাদ মিছিল

বুধবার কসবা কাণ্ডের প্রতিবাদে শহরে কর্মসূচি ছিল বিজেপির। এদিন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে রাসবিহারী মোড় থেকে মিছিল শুরু হয় গেরুয়া শিবিরের। বৃষ্টি মাথায় নিয়েই কসবা ল কলেজের দিকে এগিয়ে চলে মিছিল। এদিন মিছিলের পুরোভাগে ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মিছিলে যোগ দিয়েছিলেন বিজেপির মহিলা কর্মী, যুব মোর্চা। ঝাঁটা হাতে দেখা গিয়েছে দলের মহিলা কর্মীদের।

Suvendu adhikari announced nabanna abhijan on this date

শাসক দলকে তুলোধনা শুভেন্দুর: সাউথ ক্যালকাটা ল কলেজের সামনেই মঞ্চ বেঁধে বক্তব্য রাখেন শুভেন্দু (Suvendu Adhikari)। বৃষ্টিতে ভিজতে ভিজতে হুঙ্কার ছাড়েন তিনি, ‘বলেছিলাম কসবা আসব। ভাইপো গ্যাং আটকে দেখাও’। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা তুলে ধরে শাসক দলকে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা।

আরো পড়ুন : বাবা খ্রিস্টান, মা শিখ, ভাই আবার মুসলিম! ‘বিচিত্র’ পরিবারে ছেলের ধর্ম কী রাখবেন বিক্রান্ত?

নবান্ন অভিযানের ডাক: আরজিকর স্মৃতি উসকে দিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘অভয়ার কথা ভুলে গেলেন? এক বছর আগের। চোখ থেকে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। কী কষ্ট দিয়েছে আপনার বোনটাকে! হাঁসখালি, কালিয়াগঞ্জ, কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, সন্দেশখালি, মাটিগাড়া, ময়নাগুড়ি, বগটুই- গোটা বাংলায় ধর্ষকের ভূমিকায় মমতার বাহিনী। তাই এদের তুলে ফেলতে হবে’। তিনি আরও বলেন, ‘বৃষ্টি দূরের কথা, গুলি খেতেও প্রস্তুত আছি। নো ভোট টু মমতা’।

আরো পড়ুন : প্রথম প্রোমোতেই পুজোর আমেজ, চলতি মাসেই শুরু অডিশন, কবে আসছে সারেগামাপা?

আগামী ৯ ই অগাস্ট আরজিকর কাণ্ডের এক বছর পূর্ণ হবে। শুভেন্দু অধিকারী জানান, ৫ ই জুলাই উলটো রথে পানিহাটিতে যাবেন তিনি। ওইদিন অনুমতি নিয়ে যাবেন অভয়ার বাবা মায়ের কাছে। তাঁর বাবাকে বলবেন, ৯ ই অগাস্ট পতাকা ছাড়া নবান্ন অভিযানের কথা।