Ekchokho.com 🇮🇳

একলাফে কমল হলদে ধাতুর দাম, এটাই সেরা সুযোগ সোনা কেনার!

Published on:

Published on:

Gold Price Fall relief for common citizens

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল হলদে ধাতুর দাম। কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার (Gold) দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। শুধুমাত্র, গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়।

দাম কমল সোনার (Gold Price), স্বস্তি সাধারণ নাগরিকদের

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত প্রায় ৪৫ শতাংশের কাছাকাছি সোনার দাম বেড়েছে। ২০২৪ সালে জুলাই মাসে ভারতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্ৰামের দাম ছিল প্রায় ৭০ হাজারের কাছাকাছি। কিন্তু, ২০২৫ সালে জুনে মাসের শেষের দিকে সোনার দাম হুড়মুড়িয়ে নেমেছে। এতে স্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ থেকে স্বর্ণ ব্যবসায়ীরা।

সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে জুন মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম অনেকটাই বেশি ছিল। কিন্তু, ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্থগিত হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা স্থগিত হওয়ার ফলেই সোনার দাম কমছে বলে মনে করছে জনসাধারণ।

এই সোনার দাম কতটা নামবে এই বিষয়ে সিটি ব্যাঙ্ক বলেছে, ‘২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম নেমে আসতে পারে ৯১ হাজার ৭৫৫ টাকায়। পরবর্তীতে আরও কমতে পারে এই ধাতুর দাম। বিশেষজ্ঞ ম্যাক্স লেটন অবশ্য আরও আশার আলো দেখিয়েছেন। তিনি বলছেন, ২০২৬ সালের শেষ দিকে সোনা নেমে আসতে পারে ৭৫ হাজার টাকা থেকে ৮২ হাজার টাকার মধ্যে।’

Gold Price Fall relief for common citizens

আরও পড়ুন: আমজনতার স্বস্তি, জিএসটি’তে ছাড় সাধারণ নাগরিকদের! সস্তা হতে পারে নিত্য প্রয়োজনীয় এই সব জিনিস

এই সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।