বাংলাহান্ট ডেস্ক : এসএসসির (SSC) চাকরিহারা যোগ্য প্রার্থীদের নবান্ন অভিযানের কথা ছিল আজ, ৩ রা জুলাই। কিন্তু মহরমের কথা ভেবে জমায়েতে অনুমতি দিল না পুলিশ। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ থেকে আরও বেশ কিছু দাবি নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। কিন্তু অনুমতি না মেলায় পিছিয়ে গেল নবান্ন অভিযানের তারিখ।

নবান্ন অভিযানের তারিখ বদল এসএসসি (SSC) চাকরিহারাদের
বুধবার হাওড়া পুলিশ কমিশনার অফিসে গিয়েছিলেন নবান্ন অভিযানের ডাক দেওয়া গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের একাংশ। সেখানে চার ঘন্টা ধরে হয় বৈঠক। সেই বৈঠক শেষেই নবান্ন অভিযানের তারিখ বদলের সিদ্ধান্তের কথা জানান তাঁরা। ৩ তারিখের বদলে আগামী ৮ ই জুলাই নবান্ন অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
কেন মিলল না অনুমতি: সিদ্ধান্ত বদলের বিষয়ে আন্দোলনকারীদের একজন জানান, নবান্ন অভিযান নিয়ে হাওড়া পুলিশ কমিশনারের অফিসে দীর্ঘ বৈঠক করেছেন তাঁদের প্রতিনিধিরা (SSC)। ৬ তারিখ যেহেতু মহরম, তাই তাঁরা এই সময় কোথাওই কোনো রকম জমায়েতে অনুমতি পাওয়া যায়নি।
আরো পড়ুন : প্রথম প্রোমোতেই পুজোর আমেজ, চলতি মাসেই শুরু অডিশন, কবে আসছে সারেগামাপা?
সিদ্ধান্ত বদল চাকরিহারাদের: হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্নে যাওয়ার কথা ছিল চাকরিহারাদের (SSC)। কিন্তু তাঁদের জানানো হয়েছে, ৩ তারিখ থেকেই মহরমের জন্য বেশ কিছু ধর্মীয় পদযাত্রা হবে হাওড়া ময়দান থেকে। নিরাপত্তাজনিত কারণে তাই মেলেনি অনুমতি। ৩ এর বদলে ৮ তারিখ তাঁদের কর্মসূচির কথা বলা হয়েছে। পাশাপাশি এদিন অধিকার মঞ্চের কয়েকজন প্রতিনিধিকে (SSC) নবান্নের কোনো উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করানোর তাঁরা চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।
আরো পড়ুন : কসবা কাণ্ডে RG Kar-এর স্মৃতি, ‘অভয়া’র বাবা মাকে নিয়ে পতাকা ছাড়া নবান্ন অভিযান শুভেন্দুর, চাপে রাজ্য!
বুধবার বৈঠক শেষে প্রতিনিধিরা জানান, সবদিক বিবেচনা করেই ৩ তারিখের পরিবর্তে ৮ তারিখ, মঙ্গলবার নবান্ন অভিযানের কর্মসূচি রাখছেন তাঁরা। ওইদিন আগের পরিকল্পনা মতোই হাওড়া ময়দান থেকে নবান্ন অভিমুখে মিছিল করে যাবেন চাকরিহারা যোগ্য প্রার্থীরা।