প্রথম ৫ থেকে আউট অনুরাগের ছোঁয়া, মুখ রক্ষা করল তোমাদের রাণী! বেঙ্গল টপার কে? রইল পাশা পাল্টানো TRP List

বাংলা হান্ট ডেস্ক : সপ্তাহের লক্ষ্মীবার মানেই বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণের দিন। জনপ্রিয়তার নিরিখে কোন ধারাবাহিক এগিয়ে গেল আর কে পিছিয়ে পড়ল তারই হিসেব নিকেষ হয় এইদিনে। বিশেষ করে টিআরপি (Target Rating Point) তালিকার টপ ফাইভে কারা জায়গা করে নিল তা জানার জন্য মুখিয়ে থাকে সকলে। ২১ ডিসেম্বর চলে এল সেই রিপোর্ট কার্ড।

বিগত কয়েক সপ্তাহ ধরেই পিছিয়ে পড়েছে স্টার জলসার স্টার ক্যাম্পেনার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এবারও বজায় রইল সেই একই ট্রেন্ড। চলতি সপ্তাহেও অনেকটাই পিছিয়ে পড়ল সূর্য-দীপার জুটি। (৬.৭) পয়েন্ট নিয়ে এই সিরিয়ালটি রয়েছে তালিকার ছয় নম্বরে। আর সেখানে তাকে সঙ্গ দিচ্ছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ এবং স্টার জলসার সন্ধ্যাতারা। চলতি সপ্তাহে অনেকটাই পিছিয়ে পড়েছে এই মেগা।

টপারের কথা বললে, চলতি সপ্তাহে সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে গেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। (৮.৩) পয়েন্ট নিয়ে এই সিরিয়ালটি রয়েছে প্রথম স্থানে। তারপরেই জায়গা করে নিয়েছে পর্না সৃজনের ‘নিম ফুলের মধু’। সিরিয়ালটির ঝুলিতে রয়েছে (৮.২)। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। শুরুর থেকেই দারুন ফল করছে এই মেগা। চলতি সপ্তাহে ফুলকির দখলে রয়েছে (৭.৯) পয়েন্ট। এদিকে শুরুতেই ছক্কা হাঁকিয়েছে গীতা LLB। (৭.৮) পয়েন্ট নিয়ে সিরিয়ালটি রয়েছে চতুর্থ স্থানে।

টিআরপি তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কথা এবং তুঁতে। এই দুটি সিরিয়াল যৌথভাবে পঞ্চম স্থান দখল করে রয়েছে। দুটি সিরিয়ালের ঝুলিতেই এসেছে (৭.১) পয়েন্ট‌। তবে বিগত কয়েক সপ্তাহ ধরেই স্টার জলসার মুখ রক্ষা করে চলেছে তোমাদের রাণী। সিরিয়ালটির দখলে রয়েছে (৭.০) পয়েন্ট। ওদিকে (৬.৩) পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে লাভ বিয়ে আজকাল।

রইল চলতি সপ্তাহের সম্পূর্ণ TRP তালিকা :

1st •• জগদ্ধাত্রী ৮.৩
2nd •• নিম ফুলের মধু ৮.২
3rd •• ফুলকি ৭.৯
4th •• গীতা LLB ৭.৮
5th •• কথা, তুঁতে ৭.১
6th •• তোমাদের রাণী ৭.০
7th •• লাভ বিয়ে আজকাল ৬.৩
8th •• রাঙা বউ, জল থই থই ভালোবাসা, ৬.১
9th •• হরগৌরী পাইস হোটেল ৫.৮
10th •• তুমি আশেপাশে থাকলে ৫.৭


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর