Ekchokho.com 🇮🇳

পুজোর আগে পরিবহন দফতরের দারুণ চমক, শহরে নামছে ২০০টি AC বাস

Published on:

Published on:

AC CNG bus Number of 200 to arrive in Kolkata before Puja

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগেই শহরে আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর।শহরে পরিবহণ ব্যবস্থা ও বায়ু দূষণের কথা মাথায় রেখে কলকাতার রাস্তায় আনতে চলেছে পরিবেশবান্ধব এসি সিএনজি বাস (AC CNG Bus)।সূত্রের খবর প্রথম পর্যায়ে প্রায় ২০০ টি এসি সিএনজি বাস চালু করা হবে।

সুখবর যাত্রীদের জন্য,পুজোর আগেই কলকাতায় নামছে ২০০ টি এসি সিএনজি বাস (AC CNG Bus)

এই গ্ৰিন বাস প্রকল্প প্রথমে কলকাতায় চালু হবে। প্রথমদিকে ২০০ টি সিএনজি বাস চালানো হবে কলকাতায়। এমনকি এই প্রকল্পের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিবহন দফতরের পরিকল্পনা অনুযায়ী, ৫০টি স্ট্যান্ডার্ড ডিজেল এসি বাস, ৫০ টি সেমি ডিজেল এসি বাস ও ১০০ টি মিনি এসি বাস।এই মিনি বাস গুলিতে থাকবে ৩১ টি বসার আসন।পাশাপাশি, বড় বাস গুলিতে থাকবে ৪২টি করে বসার আসন।

সবকিছু ঠিকঠাক থাকলে,পুজোর আগেই কলকাতায় শহরের বিভিন্ন রুটে ২০০টি অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব বাস পথে নামবে। রাজ্য পরিবহন দফতরে তরফ থেকে জানানো হয়েছে, এই এসি বাসের ভাড়া বর্তমানে যে সকল এসি বাস গুলি চলে তার সমান থাকবে।

ব্যস্ত সময়ে কলকাতার বিভিন্ন রুটে মিলবে এই বাস। যাত্রীদের সুবিধার কথা মাথায় রাখার পাশাপাশি পরিবেশের দিক খেয়াল রেখে এই বাস শহরে আনতে তৎপর পরিবহন দফতর। ইতিমধ্যে এই প্রকল্পের ব্যাপারে রাজ্য সরকার বেশ কিছুটা এগিয়ে গিয়েছে।

AC CNG bus Number of 200 to arrive in Kolkata before Puja

আরও পড়ুন: একলাফে কমল হলদে ধাতুর দাম, এটাই সেরা সুযোগ সোনা কেনার!

সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলেই এই বছর পুজোর আগেই শহরে ৫০ টি নতুন পরিবেশবান্ধব নামবে।এরপরই ধাপে ধাপে আরও ১৫০ টি বাস নামানো হবে কলকাতা।। সব মিলিয়ে যাত্রী পরিষেবায় এক নতুন দিশা দেখাতে চলেছে রাজ্যের এই পরিবহণ উদ্যোগ।