বাংলা হান্ট ডেস্ক: ট্রেন ছুটছে গন্তব্যের দিকে।যাত্রীরা বসে নিজের আসনে।তার মাঝেই নিজেদেরকে আলাদা করে নিয়েছেন যুগল।ট্রেনের আপার বার্থে উঠে একে প্রেমিককে সাপের মতো জড়িয়ে ধরেছেন ওই তরুণী।এই যুগলের ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।এই কাণ্ড রীতিমত হইচই ফেলেছে সমাজমাধ্যমে।

যুগলের কাণ্ড দেখে হতবাক ট্রেনের যাত্রীরা,ভাইরাল ভিডিও (Train Couple)
সম্প্রতি, ‘রূপালি গৌতম’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হেন্ডেলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনের মধ্যে আপার বার্থে শুয়ে রয়েছে যুগল। তরুণীর ঘাড় জড়িয়ে আছেন তিনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রেমিক ওই তরুণীর চুল সরিয়ে দিচ্ছে কপাল থেকে। আবার কখনো প্রেমিকা হাত রাখছে তার গলায়। (এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)
किसी को अपनी गर्लफ्रेंड के साथ सार्वजनिक जगह पर इस तरह लेटने का अधिकार नहीं है
ट्रेन के डिब्बे में अगर यह सब आपके सामने हो रहा होता तो आप क्या करते हैं? pic.twitter.com/kMthWIgrK2
— Rupali Gautam (@Rupali_Gautam19) June 25, 2025
এই দৃশ্যই ক্যামেরাবন্দি করে এক সহযাত্রী।বর্তমানে এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওটি কবে এবং কোথায় তোলা হয়েছে? সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। ভাইরাল ভিডিওটি দেখে কেউ কেউ লিখেছে, ‘ভালোবাসা দোষের নয়।স্থান-কাল-পারিপার্শ্বিকতা বুঝে নেওয়াটা জরুরি।’
আরও পড়ুন: পুজোর আগে পরিবহন দফতরের দারুণ চমক, শহরে নামছে ২০০টি AC বাস
আরও একজন এই ভিডিও’র প্রসঙ্গে বলেন, ‘পাবলিক প্লেসে এমন ব্যবহার দেখে কেউ অস্বস্তি অনুভব করতেই পারেন।সবার সম্মিলিত ব্যবহারের পরিবেশে এই ধরনের আচরণ শোভন নয়।’ যদিও এই ভিডিও নিয়ে রেল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেয় নি।