বাংলা হান্ট ডেস্ক : ইডি অফিসারের ছদ্মবেশে (Fake ED Officer) কোটি টাকার প্রতারণা, আর সেই অভিযুক্ত শেখ জিন্না আলীর (Sheikh Jinnah Ali) সঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়কের ছবি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বৃহস্পতিবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজেই সেই সব ছবি ফেসবুকে পোস্ট করে লিখলেন, ‘‘তোলাবাজ সরকারের আশীর্বাদ ছাড়া এ সম্ভব নয়!’’ তাঁর এই মন্তব্য ঘিরেই এবার রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

ছবি ফাঁস করে বিস্ফোরক শুভেন্দু
বৃহস্পতিবার সকালেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একের পর এক ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে, ভুয়ো ইডি অফিসার শেখ জিন্না আলী রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং জামালপুরের বিধায়ক অলোক কুমার মাধির সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন। কারও সঙ্গে তিনি হাসিমুখে হাত মেলাচ্ছেন, কারও সঙ্গে আবার অনুষ্ঠানে পুরস্কার নিচ্ছেন।
শুভেন্দুর প্রশ্ন, ‘‘সাহস আসে কোথা থেকে?’’
ছবি পোস্ট করে শুভেন্দু লেখেন, “শেখ জিন্না আলী নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে ভয় দেখিয়ে টাকা তুলেছে। এত সাহস কোথা থেকে এল? তোলাবাজ সরকারের ছাতার নীচে না থাকলে এটা সম্ভব?” বিজেপি নেতার এই মন্তব্যের পরেই শুরু হয় রাজনৈতিক জল্পনা। শুভেন্দুর অভিযোগ, রাজ্যের শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই শেখ জিন্নাকে এত বড় প্রতারণার শক্তি দিয়েছে। এই ঘটনায় ইডি-র কাছে হস্তক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। তাঁরা চাইছেন, শেখ জিন্নাকে হেফাজতে নিয়ে খুঁটিয়ে তদন্ত হোক, জানানো হোক তিনি কার কার সঙ্গে যোগাযোগ রেখে এই জালিয়াতি চালিয়ে গিয়েছেন। যদিও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনও নেতা বা অভিযুক্ত বিধায়কদের তরফে প্রতিক্রিয়া আসেনি।
আরও পড়ুন : বিধানসভা ভোটের আগে মোদির ‘গেমপ্ল্যান’? বঙ্গ বিজেপির ভবিষ্যৎ নিয়ে আসছে বড় চমক

রাজনৈতিক আক্রমণের ঘেরাটোপে তৃণমূল
রাজ্যে চাকরি কেলেঙ্কারি, কসবা ল কলেজ ধর্ষণ-কাণ্ড, কয়লা-পাচার, এবার যোগ হল ভুয়ো ইডি পরিচয়ে কোটি টাকার প্রতারণা। আর এই প্রতারকের সঙ্গে তৃণমূল নেতাদের একাধিক ছবি এখন বিরোধীদের অস্ত্র। সাধারণ মানুষের প্রশ্ন, তৃণমূলের আশীর্বাদেই কি অপরাধীরা এতটা দাপুটে হয়ে উঠছে?
বালি চুরি, কয়লা চুরি, গরু পাচার, চাকরি বিক্রি, ধর্ষণ, খুন, ভোট লুঠ এত সব গুণের পরে এবার নতুন সংযোজন নকল ইডি অফিসার সেজে…
Posted by Suvendu Adhikari on Wednesday, July 2, 2025