বাংলা হান্ট ডেস্ক : গত ২৫ জুন, সাউথ ক্যালকাটা ল’ কলেজে (Kasba Law College) প্রাক্তন ছাত্রনেতা মনোজিত মিশ্রের (Manojit Mishra) বিরুদ্ধে কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের গুরুতর অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এলো আরও বিস্ফোরক ছবি। দেখা যাচ্ছে, ছাত্র সংগঠন টিএমসিপির (TMCP) সভায় বক্তা হিসেবে উপস্থিত আশুতোষ কলেজের অধ্যক্ষ (Ashutosh College Principal), পাশে সাউথ কলকাতার টিএমসিপি সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়, যিনি মনোজিতের ‘বস’। কেঁচো খুঁড়তে যেন এবার কেউটে বেরোচ্ছে!

ছবিটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কালো বোর্ডের উপরে লেখা ‘আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়’—আর তার নিচে শিক্ষক-নেতাদের আসন গ্রহণ। টিএমসিপির ব্যানার ঘেরা সভায় আশুতোষ কলেজের অধ্যক্ষের মাইক হাতে বক্তৃতা ঘিরে বিস্তর প্রশ্ন উঠছে। কলেজের শীর্ষ কর্তারা যখন ছাত্র সংগঠনের রাজনৈতিক মঞ্চে হাজির, তখন কি পুরো শিক্ষা ব্যবস্থাই রাজনীতির ছত্রছায়ায়?
টিএমসিপি সভাপতির পাশে অধ্যক্ষ, আশঙ্কা বাড়ছে
ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতার টিএমসিপি সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসে আশুতোষ কলেজের প্রিন্সিপাল। টিএমসিপির মিটিংয়ে একটা কলেজের প্রিন্সিপালের উপস্থিতি দেখে প্রশ্ন উঠছে নানা মহলে। কলেজে এদের আশকারাতেই কী ‘বাড়বাড়ন্ত’ এই সকল ছাত্র নেতাদের? কসবা কাণ্ডের প্রেক্ষিতে এই ছবি নতুন করে আলোড়ন তুলছে রাজনৈতিক মদতের প্রসঙ্গেও।
আরও পড়ুন : ‘দাদাগিরিতে’ ফুলস্টপ! আজ থেকে বন্ধ রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
শিক্ষা না রাজনীতি, কোন পথে যাচ্ছে কলেজ?
এবারকার কসবা কাণ্ড শুধু একটি অপরাধের ঘটনা নয়, বরং সে এক শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে দীর্ঘদিনের পচনের প্রকাশ। প্রশাসনের মদতে রাজনীতি কীভাবে শিক্ষাঙ্গনে শিকড় গেড়েছে, তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ছবি। শিক্ষা না রাজনীতি, কোন পথে হাঁটছে বাংলার কলেজগুলি? প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছে নাগরিক সমাজ।