Ekchokho.com 🇮🇳

রেল স্টেশনে আদরের মত যুগল,চাদর টেনে খুলে দিল যাত্রীরা, তারপর…

Published on:

Published on:

Viral video couple lying intimately in rail station,shocks netizen

বাংলা হান্ট ডেস্ক: প্রকাশ্যে ঘনিষ্ঠ হওয়া নিয়ে বিতর্ক উঠেছে বহুবার। এমনকি এই বিতর্কে ভারতবর্ষ বেশিরভাগ সময়ই করা প্রতিক্রিয়ার জন্য দিয়েছে। তবে আবারও, প্রকাশ্যে ঘনিষ্ট হওয়ার ভিডিও ভাইরাল(Viral Video) সমাজ মাধ্যমে। এমনকি এই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।

রেল স্টেশনে আদরের মত যুগল,ভাইরাল ভিডিও (Viral Video)

ভিডিওটিতে দেখা গিয়েছে, রেল ষ্টেশনে চাদর চাপা দিয়ে ঘনিষ্ঠ অবস্থায় শুয়ে রয়েছে এক যুগল। স্টেশনে যাত্রীরা বসে নিজের আসনে। তার মাঝেই নিজেদেরকে আলাদা করে নিয়েছেন ওই যুগল। মত্ত হয়েছে ঘনিষ্ঠ অবস্থায়। এই ভিডিওটি নেট মাধ্যমে শোরগোল ফেলার সাথে সাথে বিতর্কে উস্কে দিয়েছে আরও একবার।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, রেলস্টেশনে চাদর চাপা দিয়ে আদরে মেতেছেন এক যুগল। পাশ দিয়ে যাওয়ার সময় সেই দৃশ্য দেখে হতবাক হয়েছে যাত্রীরা। এমনকি একজন এসে ওই যুগলের চাদর সরিয়ে দেন। সেখানেই দেখা যায়,ঘনিষ্ঠ অবস্থায় শুয়ে রয়েছে তারা। চাদর সরানোয় একরাশ বিরক্তি চোখে মুখে ফুটে উঠেছে ওই যুগলের। এমনকি তাদের এই আচরণকে অশ্লীলতার তকমা দিয়েছে নেটিজেনেরা।

Viral video couple lying intimately in rail station,shocks netizen

আরও পড়ুন:মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে পড়ছে আম, কাঁঠাল, নয়া উদ্যোগে চর্চায় বাংলার এই স্কুল

ভাইরাল হওয়ার সেই ভিডিও সমাজ মাধ্যমের একাধিক জায়গা থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে বহু মানুষই দেখেছেন সেই ভিডিওটি।ভিডিওটি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন একাধিক নেটিজেনেরা। নেটিজেনেরা এই বিষয়ে রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে ওই যুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ভিডিও দেখে এক নেট নাগরিক মন্তব্য করেন, ‘ নির্লজ্জ!আমরা কি পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের উদাহরণ তৈরি করছি?” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অশালীন আচরণ। লজ্জা লাগা উচিত যুগলের।এদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক।’