Ekchokho.com 🇮🇳

‘মমতাকে হারাতে হবে, ভাইপোকে জেলে পুরতে হবে’, ২৬-এর লড়াইয়ের জন্য শপথ গ্রহণ শুভেন্দু অধিকারীর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ২৬ এর নির্বাচনে হিন্দু ভোটকে একত্রিত করে সরাতে হবে তৃণমূল সরকারকে। বৃহস্পতিবার শমীক ভট্টাচার্যের সম্বর্ধনা সভা থেকেই শপথ গ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বিজেপির নতুন রাজ্য সভাপতি ঘোষিত হলেন শমীক ভট্টাচার্য। সায়েন্স সিটিতে সভামঞ্চ থেকেই আসন্ন ভোটযুদ্ধের দামামা বাজিয়ে দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। মমতাকে হারিয়ে ‘ভাইপো’কে জেলে ভরার শপথও গ্রহণ করলেন তিনি।

বিজেপির সভা মঞ্চ থেকে হুঙ্কার শুভেন্দুর (Suvendu Adhikari)

২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। আর সেই লড়াইয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে তা এদিনই তিনি বলে দিলেন দলীয় কর্মীদের। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতে, আর ৪-৫ শতাংশ ভোট বিজেপির খাতায় ঢুকলেই ক্ষমতা হাতে আসতে কেউ রুখতে পারবে না। কীভাবে এগোতে হবে? লড়াইয়ের কৌশল বাতলে দিলেন বিরোধী দলনেতা।

Suvendu adhikari gave message ahead of election

কর্মী সমর্থকদের উদ্দেশে বার্তা: বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘গত লোকসভা নির্বাচনে ৬৮ শতাংশ হিন্দু ভোট দিয়েছিলেন। এখন থেকেই বুথ মজবুত করুন। ভোটারদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ুন। যদি ৮০ শতাংশ হিন্দু ভোট দিতে যায় তাহলে এই হিন্দু অত্যাচারী, মুসলিম লীগ ২ সরকার, ২৬ এ পিসি ভাইপোর এই চোরের সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ করবে বিজেপি।’ তবে সিপিএমের থেকে সাবধান থাকার নিদান দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর কথায়, ‘ওরা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, অপারেশন সিঁদুরের বিরোধিতা করে। এদের থেকে সাবধান থাকতে হবে। লোকসভা নির্বাচনে বিজেপির ১২ টি আসনের ক্ষতি করেছে মাকুরা’।

আরো পড়ুন : নম্বর কমে ওলটপালট TRP তালিকা, মাসের শুরুতেই বড় অঘটন! শীর্ষস্থান হাতছাড়া ‘পরশুরাম’-এর?

রাজ্য সরকারকে কটাক্ষ: শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন, শুধুমাত্র কলকাতাকে কেন্দ্র করে ভোট প্রচার করলে হবে না। দিঘা থেকে দার্জিলিং, রাজ্যের বিভিন্ন প্রান্তে, বাড়ি বাড়ি গিয়ে ছড়িয়ে দিতে হবে বিজেপির বার্তা। একই সঙ্গে বুথ ‘রোহিঙ্গা’ মুক্ত রাখার নির্দেশ দেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, নির্বাচন কমিশন যেভাবে সংস্কারের পথে এগোচ্ছে, তাতে আশা করায় যায় যে যা অতীতে হয়েছে তা ভবিষ্যতে আর হবে না। তাঁর কথায়, ‘এই সরকারের আমলে দিদি, বোন, মা, কন্যা কেউ সুরক্ষিত নয়। আমরা মালদা দেখেছি, মুর্শিদাবাদ দেখেছি, মহেশতলা দেখেছি। ম-এ মমতাও। মমতা তাড়াও, হিন্দু বাঁচাও’।

আরো পড়ুন : শব্দদূষণের অভিযোগ, লাউডস্পিকার ছেড়ে এবার অ্যাপে আজান চালাবে মসজিদ!

হিন্দু ভোটকে একত্রিত করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘কালীগঞ্জে যদি ৭০ শতাংশ হিন্দু বিজেপিকে ভোট দেয়, তাহলে বাংলায় ৭০ ভাগ হিন্দু পদ্মফুলে ভোট দেবে না কেন? কপাল আর সোশ্যাল মিডিয়ার ভরসায় বসে থাকলে চলবে না। আমাদের বাড়ি বাড়ি যেতে হবে। শমীক ভট্টাচার্যের সম্বর্ধনা সভার শপথ হোক, মমতাকে হারাতে হবে, ভাইপোকে জেলে পুরতে হবে’।