Ekchokho.com 🇮🇳

অভিনেতার মতোই পরিণতি ম্যানেজারেরও, সুশান্তের পর দিশার মৃত্যুতেও জমা পড়ল চূড়ান্ত রিপোর্ট!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের পর দিশা সালিয়ান (Disha Salian) মামলারও। পাঁচ বছর আগে এই দুই মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল মুম্বই নগরী। টানাহ্যাঁচড়া হয়েছিল গোটা বলিউড সহ রাজনৈতিক জগৎ নিয়েও। সুশান্ত মামলায় কয়েক মাস আগেই চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আর এবার দিশা (Disha Salian) মামলাতেও তদন্ত শেষ করে রিপোর্ট জমা করল মুম্বই পুলিশ। সেখানেও আত্মহত্যাকেই মৃত্যুর একমাত্র কারণ বলে দাবি করল পুলিশ।

দিশা সালিয়ানের (Disha Salian) মৃত্যুতে জমা পড়ল চূড়ান্ত রিপোর্ট

দিশার মৃত্যুর পর প্রাথমিক তদন্তের রিপোর্টে আত্মহত্যা বলেই দাবি করেছিল মুম্বই পুলিশ। কিন্তু তাঁর বাবা প্রথম থেকেই খুনের অভিযোগ করে এসেছেন। তিনি বারংবার অভিযোগ করেছিলেন, তাঁর মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। গত মার্চ মাসে আবারও নতুন করে দিশার (Disha Salian) মৃত্যুর তদন্ত চেয়ে আদালতে আপিল করেছিলেন তাঁর বাবা।

Disha salian death investigation report submitted by mumbai police

কী জানাল মুম্বই পুলিশ: সেই মামলাতেই এবার বম্বে হাইকোর্টে চূড়ান্ত রিপোর্ট জমা করল মুম্বই পুলিশ। সেই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, আত্মহত্যাই করেছিলেন দিশা (Disha Salian)। প্রথম থেকেই গণধর্ষণের অভিযোগ করে আসছেন তাঁর বাবা সতীশ সালিয়ান। এমনকি শিবসেনা নেতা আদিত্য ঠাকরের বিরুদ্ধে তোলা অভিযোগও খারিজ করে দিয়েছে মুম্বই পুলিশ।

আরো পড়ুন : BanglaHunt Exclusive: ‘কে বলেছে ভুয়ো!’ রাজ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, বাংলাহান্টকে জানালেন শান্তনু সেন

খারিজ ধর্ষণের অভিযোগ: মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, দিশার (Disha Salian) ময়না তদন্তের রিপোর্টে কোনো ধর্ষণ বা যৌন হেনস্থার প্রমাণ মেলেনি। কাজের চাপ, পারিবারিক সমস্যার জেরে মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে দাবি পুলিশের। দিশার (Disha Salian) বাবার অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানানো হয়েছে মুম্বই পুলিশের তরফে।

আরো পড়ুন : পোলট্রি ফার্মে তুলে নিয়ে গিয়ে… কসবা কাণ্ডের মাঝেই ফের গণধর্ষণ রাজ্যে! গ্রেফতার ২

২০২০ সালের ৮ ই জুন মৃত্যু হয় দিশা সালিয়ানের। নিজের বহুতল আবাসনের ব্যালকনি থেকে পড়ে গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, দিশা ছিলেন সুশান্তের ম্যানেজার। তাঁর মৃত্যুর এক সপ্তাহ পর ১৪ জুন মৃত্যু হয় সুশান্তেরও। তাঁর মৃত্যুতেও উঠেছিল খুনের অভিযোগ। কিন্তু মাস খানেক আগেই ওই মৃত্যুকেও আত্মহত্যা বলে চূড়ান্ত রিপোর্ট জমা করে দিয়েছে সিবিআই।