রাজ্যের শিক্ষকদের (Teachers) বদলির পোর্টাল নিয়ে বড় সিদ্ধান্ত। শিক্ষক বদলির (Teachers Transfer) অনলাইন প্রক্রিয়া আপাতত আরও ছ’মাস বন্ধ থাকছে বলে জানাল রাজ্য সরকার। উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal) মাধ্যমে বদলির ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি হল। জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বাড়ল সময়সীমা, বাড়বে ভোগান্তি! Teachers Utsashree Portal
সম্প্রতি নির্দেশিকা জারি করে শিক্ষা দফতর জানিয়েছে, বিশেষ প্রশাসনিক পরিস্থিতি ও আইনি পরামর্শের ভিত্তিতে উৎসশ্রী পোর্টালের অনলাইন বদলির প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হচ্ছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তা বন্ধ থাকবে। তবে অনলাইন পোর্টাল বন্ধ থাকলেও পারস্পরিক বদলি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার (Mutual Transfer) স্বাভাবিক নিয়মেই চলবে বলে স্পষ্ট করেছে রাজ্য। মিউচুয়াল বদলির প্রক্রিয়ায় বদলির আবেদন করা যাবে যথারীতি।
উল্লেখ্য, পূর্বে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর রাজ্য সরকার নির্দেশিকা জারি করে ৩০ জুন ২০২৫ পর্যন্ত বদলির অনলাইন আবেদন স্থগিত রাখার কথা জানিয়েছিল। এবার সেই সময়সীমাই আরও বাড়ানো হল। নয়া নির্দেশিকায় ১৯৭৩-এর ধারা ১০৭ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্যপালের অনুমোদন রয়েছে বলে উল্লেখ রয়েছে।
দীর্ঘদিন ‘অকেজো’ ছিল পোর্টাল
প্রসঙ্গত, বহুদিন বন্ধ থাকার পর ‘উৎসশ্রী’ পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার চালু হলেও বন্ধই রাখা হয় সাধারণ (জেনারেল ট্রান্সফার) এবং বিশেষ (স্পেশাল ট্রান্সফার) বদলি। শিক্ষক মহল একাধিকবার অভিযোগ তোলে, পোর্টাল খোলার বিষয়ে শিক্ষা দফতরের কোনো সদিচ্ছা নেই। দীর্ঘদিন পোর্টাল ‘অকেজো’ থাকায় জোর ভোগান্তিতে পড়েছিলেন হাজার হাজার শিক্ষক।
এরপর ডিসেম্বর মাসে রাজ্য সরকারের তরফে জানানো হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্য সরকারের মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত নির্দেশিকা কার্যকর থাকবে। এবার সেই সময়সীমা শেষ হলেও ফের বাড়াল রাজ্য।
আরও পড়ুন: রাজ্য বিজেপিতে ‘শমীক অধ্যায়’ শুরু হতেই শাসক দলে ভাঙন! দল ছাড়ার হুমকি মমতার হেভিওয়েট মন্ত্রীর
পারস্পরিক বদলি কী? যদি দু’জন শিক্ষক পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদল করতে সহমত হন তাহলে তাকে বলা হয় ‘পারস্পরিক বদলি’। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি শিক্ষক-শিক্ষিকারা (Teachers) পোর্টালের মাধ্যমে পারস্পরিক বদলির আবেদন করতে পারবেন।
‘আমাদের পছন্দ ইসলাম, মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, হিন্দুরা করে’, TMC বিধায়কের দাবিতে শোরগোল