Ekchokho.com 🇮🇳

তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ? মুখ খুলেই ফেললেন বিজেপি নেতা, বললেন, কুণালদের সঙ্গে আমার সম্পর্ক…

Published on:

Published on:

dilip ghosh

বাংলা হান্ট ডেস্কঃ আগেই আশঙ্কার কথা জানিয়েছিল বাংলাহান্ট, এবার যত সময় এগোচ্ছে ততই যেন জোড়ালো হচ্ছে দিলীপ ঘোষের (Dilip Ghosh) তৃণমূলে (Trinamool Congress) যোগদানের জল্পনা। তাহলে কী ২১ জুলাইতেই পতাকা পরিবর্তন? নাকি আরও অন্য চমক অপেক্ষা করছে? আপাতত সবমিলিয়ে নজর দিলীপে।

‘ফুল’ পরিবর্তন কী শুধুই সময়ের অপেক্ষা? (Dilip Ghosh)

বিধানসভা ভোটের আগে বারে বারে সংবাদ শিরোনামে উঠে আসছে দিলীপ ঘোষের নাম। বঙ্গ বিজেপির (BJP) প্রাক্তন এই সভাপতিকে নিয়ে চর্চা যেন থামছেই না। লক্ষীবারে বঙ্গ বিজেপির নয়া সভাপতির পদ পেয়েছেন শমীক ভট্টাচার্য। তার পর শুক্রবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েই তৃণমূলে যোগদানের জল্পনা আরও উস্কে দিলেন দিলীপ।

তৃণমূল যোগদানের জল্পনায় মুখ খুললেন দিলীপ

শুক্রে তৃণমূলে যোগদানের জল্পনা নিয়ে মুখ খুললেন, বিজেপির প্রাক্তন সাংসদ। কিন্তু উত্তরটা অধরাই রয়ে গেল। দিলীপের কথায়, ‘আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ডাকলে যাব, না ডাকলে যাব না। ভগবানের খাতায় নাম লেখা আছে।’

আরও পড়ুন: ওসির নির্দেশে রক্ত ধুইয়ে প্রমাণ লোপাট! BJP নেতা অভিজিৎ খুনের মামলার তদন্তে নয়া মোড়

দিলীপের স্পষ্ট কথা, ‘কল্পনা করতে তো আর পয়সা লাগে না। দিলীপ ঘোষ মার্কেটে আছে, এটুকু ঠিক।’ শীঘ্রই কী কোনও ‘চমক’ দিতে চলেছেন তিনি? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুচকি হাসি হেসে দিলীপ বললেন, ‘কুণাল, অরূপদের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি কাল শত্রু, আজ বন্ধু – এভাবে ভাবি না। আমার কারও সঙ্গে কোনও তিক্ততা নেই।’

Dilip Ghosh left out of BJP felicitation

কেন এত জল্পনা? কী নিয়ে বিতর্ক?

কিছুদিন আগে রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের পদার্পণ থেকেই বিতর্ক শুরু হয়েছে। তারপর থেকেই দলে আরও কোনঠাসা দিলীপ। যদিও ‘দাবাং’ নেতার স্পষ্ট কথা, ‘আমি ওখানে গিয়েছি একজন সম্মানীয় নাগরিক হিসেবে। আমারও ট্যাক্সের টাকা রয়েছে ওই মন্দির তৈরিতে। এটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।’ এবার দিলীপ কোন ‘ফুলে’ থাকেন সেটা তো সময়ই বলবে। সবটাই জল্পনা, নাকি তার আড়ালে কোনও সত্যি লুকিয়ে আছে, সেটাও বোঝা যাবে সঠিক সময় এলেই।