বাংলাহান্ট ডেস্ক : হাইকোর্টে (Calcutta High Court) বড়সড় ধাক্কা খেল ফেডারেশন। টলিউড ইন্ডাস্ট্রির ১৩ জন পরিচালকের করা মামলাকে মিথ্যে বলে দাবি করে পালটা আবেদন করেছিল সংগঠন। কিন্তু ২ রা জুলাই শুনানিতে ফেডারেশনের আবেদন খারিজ করে দেয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমারের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকার এবং ইন্ডাস্ট্রির অন্যান্য গিল্ডের আনা একই আবেদনও এদিন খারিজ হয় আদালতে। একই সঙ্গে উচ্চ আদালতের (Calcutta High Court) তরফে জানিয়ে দেওয়া হয়, আগামীতে পরিচালক গিল্ড বনাম ফেডারেশনের যাবতীয় মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই হবে।

হাইকোর্টে (Calcutta High Court) পরিচালকদের পক্ষে এল রায়
হাইকোর্টের নির্দেশের পরেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয় অভিযোগকারী পরিচালকদের তরফে। সেখানে ফেডারেশনকে কটাক্ষ শানিয়ে লেখা হয়েছে, ‘উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়কে সম্মান জানিয়ে এবার থেকে তাদের সমস্ত বার্তায় আমাদের মামলাকে আর মিথ্যে বলে ঘোষণা করার ধৃষ্টতা দেখাবে না ফেডারেশন’। এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে গিল্ডের সভাপতি তথা অভিযোগকারী পরিচালকদের মধ্যে অন্যতম সুব্রত সেন বলেন, আদালত (Calcutta High Court) যা নির্দেশ দিয়েছে তাঁরা সেটাকেই মেনে চলছেন। যদিও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি এখনও পর্যন্ত।
কী অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে: পরিচালক গিল্ড এবং ফেডারেশনের সংঘাত নতুন নয়। একাধিক বার ফেডারেশনের বিরুদ্ধে উঠেছে পরিচালকদের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ। গত এপ্রিলে ফেডারেশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন সুব্রত সেন, সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় সহ মোট ১৫ জন পরিচালক। কিন্তু পরে দুজন সরে দাঁড়ায় সংখ্যাটা দাঁড়ায় ১৩ তে। তাঁদের অভিযোগ ছিল, পরিচালকদের স্বাধীন ভাবে কাজ করায় হস্তক্ষেপ করছে ফেডারেশন। আটকে দেওয়া হচ্ছে কাজ। এমনকি সমাধান খোঁজার জন্য কোনো বৈঠক করেনি ফেডারেশন তথা রাজ্য সরকার। তারপরেই বাধ্য হয়ে আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তাঁরা।
আরো পড়ুন : ‘স্যার আমি…’, পরেশের একটা ফোনেই বদলে গেল সবকিছু! ‘হেরা ফেরি ৩’ নিয়ে বিরাট আপডেট
স্পষ্ট নির্দেশ দেয় হাইকোর্ট: বিচারপতি অমৃতা সিংহের এজলাসে মামলা ওঠায় গত ৩ রা এপ্রিলের শুনানিতে বলা হয়েছিল, পরিচালকদের স্বাধীন ভাবে কাজ করতে দিতে হবে। সেই সঙ্গে এও নির্দেশ দেওয়া হয়েছিল, কোনো পরিচালক সমস্যায় পড়লে রাজ্যের তথ্য এবং সংষ্কৃতি দফতরের সচিবকে বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করতে হবে আদালতে।
আরো পড়ুন: রাজ্য বিজেপিতে ‘শমীক অধ্যায়’ শুরু হতেই শাসক দলে ভাঙন! দল ছাড়ার হুমকি মমতার হেভিওয়েট মন্ত্রীর
অভিযোগকারী পরিচালকরা দাবি করেন, এর প্রাথমিক উদ্যোগও নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। পালটা সরকার, ফেডারেশনের আইনজীবী সহ বাকি গিল্ডের তরফে দাবি করা হয়, টলিউডের সমস্যা সমাধান করা সরকারের দায়িত্ব নয়। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অবৈধ বলে দাবি করে পালটা আবেদন করা হয় সরকার এবং ফেডারেশনের তরফে। কিন্তু সেই আবেদন এবার খারিজ হয়ে গেল। আগামী ৮ ই জুলাই পরিচালকদের করা আদালত অবমাননা মামলার শুনানি হওয়ার কথা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।