বাংলাহান্ট ডেস্ক : ফর্সা হওয়ার আকাঙ্ক্ষা মানুষের মধ্যে নতুন নয়। এদেশে এ চল রয়েছে বহু যুগ ধরে। আগে ঘরোয়া প্রাকৃতিক টোটকায় মানুষ বিশ্বাস করলেও যুগ এগোনোর সঙ্গে সঙ্গে রূপচর্চায় জায়গা করে নিয়েছে বিভিন্ন কেমিক্যাল। দুধের মতো ফর্সা, ‘গ্লাস স্কিন’ পাওয়ার নেশায় ছুটছে একটা গোটা প্রজন্ম। ফল? মারাত্মক যা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে! বলিউড অভিনেত্রী তথা মডেল শেফালি জরিওয়ালার (Shefali Jariwala) মৃত্যুর তদন্ত করতে গিয়েই চমকে উঠেছে পুলিশ। তাঁর বাড়ি থেকেও উদ্ধার হয়েছে মাল্টিভিটামিন, গ্লুটাথায়নের ইঞ্জেকশন, ট্যাবলেট।

বয়স ধরে রাখতে গিয়েই বড় বিপদ ডেকে আনেন শেফালি (Shefali Jariwala)
পুলিশের দাবি, বয়স ‘ধরে’ রাখতে বিগত প্রায় আট বছর ধরে গ্লুটাথায়ন এবং ভিটামিন সি এর ইঞ্জেকশন নিচ্ছিলেন শেফালি (Shefali Jariwala)। প্রথমে চিকিৎসকের পরামর্শ নিলেও পরবর্তীতে আরো তাও নেননি তিনি। সেটাই কি প্রাণঘাতী হয়ে উঠল শেফালির (Shefali Jariwala) জন্য? প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গে চর্চায় উঠে এসেছে ফর্সা হওয়ার ওষুধ।
কতটা বিপজ্জনক হতে পারে: বর্তমানে ‘বিউটি মার্কেটে’ ভিটামিন সি এবং গ্লুটাথায়ন, দুটোই খুবই পরিচিত নাম। ত্বক ফর্সা করতে, দাগছোপ ঢাকতে অনেকেই ঝুঁকছে এদিকে। বিষয়টা শুধু আর ট্যাবলেটে আটকে নেই। মিলছে ড্রিপ, ইঞ্জেকশনও। কিন্তু চিকিৎসকের যথাযথ পরামর্শ ছাড়া এগুলি ব্যবহার করা কতটা বিপজ্জনক? চিকিৎসকরা বলছেন, এগুলির ফলাফল বেশিরভাগই মুখে মুখে প্রচারিত। বৈজ্ঞানিক কোনো প্রমাণ মেলেনি। আর এই প্রচারে ভরসা করে বেশি মাত্রায় ভিটামিন সি (Vitamin C) খাওয়া বা ইঞ্জেকশন নিলে লিভার, কিডনির ক্ষতি পর্যন্ত হতে পারে।
আরো পড়ুন : রাজ্য বিজেপিতে ‘শমীক অধ্যায়’ শুরু হতেই শাসক দলে ভাঙন! দল ছাড়ার হুমকি মমতার হেভিওয়েট মন্ত্রীর
কতটা খরচ পড়বে: এবার আসা যাক দামে। সৌন্দর্যের খরচা আছে, একথা তো সকলেই জানেন। এই ইঞ্জেকশন, ট্যাবলেটের দামও নেহাত কম নয়। দিল্লি, মুম্বই, গুরগাঁও এর মতো বড় শহরে এক একটি সেশন নিতে গেলে খরচ হবে প্রায় ৪ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। দিল্লিতে এক একটি সেশনের খরচ ৫০০০-৭০০০ টাকা। অর্থাৎ পাঁচটি সেশন নিলেই খরচ হবে ৩৫,০০০ টাকা। সেখানে মুম্বইতে খরচ শুরুই হচ্ছে ৮০০০ টাকা থেকে। ১৮ টি সেশনের প্যাকেজের দাম ছাড়াবে লক্ষ টাকা।
আরো পড়ুন : অমৃতা সিনহার এজলাসেই বাকি মামলা, ফেডারেশনকে বড়সড় ধাক্কা দিয়ে পরিচালকদের পক্ষে রায় আদালতের
বাজারের তথ্য বলছে, ৩০ টি ট্যাবলেটের দাম পড়বে ৫০০০ টাকা এবং ইঞ্জেকশন কিটের দাম প্রায় সাড়ে ৭ হাজার টাকা। বিশেষজ্ঞরা বলছেন, কোনো ওষুধে শরীর কীভাবে প্রতিক্রিয়া দেবে, তা শুধু প্রশিক্ষিত চিকিৎসকরাই বলতে পারেন। নিজের মতো করে ওষুধ, ইঞ্জেকশন নেওয়া অত্যন্ত বিপজ্জনক। শেফালির (Shefali Jariwala) অকালমৃত্যু কি সচেতনতা ডেকে আনবে? সেটাই এখন বড় প্রশ্ন।