বাংলাহান্ট ডেস্ক : পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এবার অনেকটা আগেই পুজো শুরু হয়ে যাওয়ায় এখন থেকেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে কেনাকাটা, পরিকল্পনা। আর পুজো বলতেই যে বিষয়টি প্রথমেই মাথায় আসে, তা হল পুজোর গান। আর এবারের পুজোটা আরো একটু স্পেশ্যাল করে তুলতে নতুন গান রিলিজ করতে চলেছেন অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharya)।

মুক্তি পেতে চলেছে অঙ্কিতা ভট্টাচার্যের (Ankita Bhattacharya) পুজোর গান
খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে অঙ্কিতার (Ankita Bhattacharya) পুজোর গান ‘যে জন প্রেমের ভাব জানে না’। গানে মহিলা কণ্ঠ হিসেবে থাকছেন সারেগামাপা জয়ী অঙ্কিতা। আর তাঁর সঙ্গে পুরুষ কণ্ঠে যোগ্য সঙ্গত দিয়েছেন অভিষেক ভট্টাচার্য।
শেষ হয়েছে রেকর্ডিং: যেমনটা জানা যাচ্ছে, আধুনিক লোকগীতির আদলে সাজানো হয়েছে গানটিকে। এক না বলা ভালোবাসার গল্প এই গানে উঠে আসতে চলেছে বলে খবর। গত ২৪ শে জুন শেষ হয়েছে গানটির রেকর্ডিং। এবার শুধুই শ্রোতাদের জন্য রিলিজ করার অপেক্ষা।
আরো পড়ুন : সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, কার্তিকের পরিণতিও সুশান্তের মতো হবে! বিষ্ফোরক দাবি বলিউডে
কোথায় শোনা যাবে নতুন গান: গানটির পরিচালনা এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন রূপন মল্লিক। আধুনিক লোকসঙ্গীতটিকে এক নতুন আঙ্গিকে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে দিতে চলেছে তাঁর ক্যামেরা। গানটি আসতে চলেছে ড্রপসপ্লে-র ব্যানারে। ড্রপসপ্লে-র অফিশিয়াল ইউটিউব চ্যানেল (Ankita Bhattacharya) এবং সবকটি প্রধান মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপলব্ধ থাকবে এই নতুন গান।
আরো পড়ুন : মঞ্চ জুড়ে কালীঘাটের কালীর ছবি! ‘বিবেকানন্দ বলেছেন…’, ব্যাটন হাতে নিয়ে TMC-কে খোঁচা শমীকের
অঙ্কিতা ভট্টাচার্যের (Ankita Bhattacharya) জনপ্রিয়তা নিয়ে তো নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না। সারেগামাপার মঞ্চ থেকে তাঁর পরিচিতি হলেও নিজের প্রতিভার জোরে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। পুজোর নতুন গানের মাধ্যমেও আবারও তিনি সকলের মন জয় করতে পারবেন, আশাবাদী অঙ্কিতাও।