অপেক্ষার অবসান! এবার রোজভ্যালির আমানতকারীরা পাবেন সেই টাকা, বড় আপডেট কমিশনের

বাংলাহান্ট ডেস্ক : রোজভ্যালি কাণ্ডে বহু আমানতকারী খুইয়েছিলেন সর্বস্ব। তবে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমানতকারীরা ফেরত পাবেন তাদের টাকা। এবার সেই সব আমানতকারীদের জন্য একটি বড় সুখবর উঠে আসছে। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে নতুন বছরের প্রথমে। এই ব্যাপারে একটি বিশেষ ওয়েবসাইটও তৈরি করা হচ্ছে।

এই ওয়েবসাইটে উপযুক্ত তথ্য প্রমাণ সহ রোজভ্যালির আমানতকারীদের আবেদন জানাতে হবে। রোজভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে একটি কমিশন গঠন করা হয় প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দেয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ।

আরোও পড়ুন : শিক্ষকদে বাগে আনতে নয়া নিয়ম! ৪ শতাংশ DA দিয়েই কড়া অ্যাকশন পশ্চিমবঙ্গ সরকারের

সূত্রের খবর টাকা ফেরত দেওয়ার প্রাথমিক ধাপ হিসেবে ইতিমধ্যেই নির্মাণ কাজ শুরু হয়েছে ওই ওয়েবসাইটের। ওয়েবসাইট তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে আগামী বছর জানুয়ারি মাসের শেষের দিকে। আমানতকারীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে ফেরত পাবেন টাকা। ফলে, স্বস্তি ফিরেছে আমজনতার।

আরোও পড়ুন : বড়দিনের ছুটিতে দিঘা ঘোরার প্ল্যান থাকলে সাবধান! এই খবর না জানলেই বিপদ, বদলে যাচ্ছে আবহাওয়া

কমিশন  সিদ্ধান্ত নিয়েছে প্রথমে সেই সব আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে যাদের জমাকৃত অর্থের পরিমাণ ৫০০০ টাকার মধ্যে। এরপর ধাপে ধাপে ফেরত দেওয়া হবে অন্যান্য আমানতকারীদের টাকা। প্রায় ৬০ লক্ষ মানুষ টাকা জমা রেখেছিলেন রোজভ্যালিতে। কম বেশি সকলেই লোকসানের মুখে পড়েছেন।

first Punishment announcement rose valley, 7 years Imprisonment for a Official person

এই চিট ফান্ডে জমাকৃত মোট অর্থের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা। হাইকোর্টের গঠন করে দেওয়া কমিশন একটি এডিসি গঠন করে যারা এই সম্পত্তির দেখাশোনা করছে। ২ হাজার ১০০ কোটি টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে রোজভ্যালির। এছাড়াও নগদ রয়েছে ৮০০ কোটি টাকা মতো। এখান থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর