Ekchokho.com 🇮🇳

বার্থ সার্টিফিকেটে চাই মায়ের পদবী, হাইকোর্টের দ্বারস্থ বছর ১৪-র নাবালক! কারণ জানলে হবেন থ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাবা নয়, জন্ম শংসাপত্রে চাই মায়ের পদবী। এমনই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ ১৪ বছরের এক নাবালক। বাবার পদবী বদলে মায়ের পদবী গ্রহণের জন্য আবেদন জানিয়েছে ওই কিশোর। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত মামলাকারী কিশোরের বাবাকে এই মামলায় যুক্ত করে আবারও আবেদনের জন্য নির্দেশ দেন।

মায়ের পদবী গ্রহণের দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) কিশোর

এদিন মামলাকারীর আইনজীবী জানান, ওই কিশোরের বাবা মায়ের বিবাহবিচ্ছেদের সময় আইনি প্রক্রিয়ায় উপস্থিত থাকেননি বাবা। তাই এই মামলার ক্ষেত্রেও তিনি নাও যুক্ত হতে পারেন। কিন্তু বিচারপতি বলেন, মামলাকারীর বাবাকেও নিজের বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। তবে তিনি যদি যুক্ত না হন, তবে সেই মতো নির্দেশ দেবে আদালত (Calcutta High Court)।

Minor boy went to Calcutta High Court to include mother surname in birth certificate

কী জানান আইনজীবী: মামলাকারীর আইনজীবী জানান, ওই কিশোরের জন্ম শংসাপত্রে রয়েছে বাবার পদবীই। কিন্তু পরবর্তীতে বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গেলে আধার, পাসপোর্ট সহ অন্যান্য সরকারি নথিতে রয়েছে মায়ের পদবী। কিন্তু ওই কিশোর নবম শ্রেণিতে উঠলে স্কুলের বোর্ডে নাম রেজিস্ট্রেশনের সময় দেখা দেয় সমস্যা। বার্থ সার্টিফিকেটে বাবার পদবী আর অন্যান্য নথিতে মায়ের পদবী থাকায় রেজিস্ট্রেশনে আপত্তি জানায় স্কুল কর্তৃপক্ষ। জন্মের শংসাপত্রে পদবী পরিবর্তনের পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

আরো পড়ুন : চলছে তদন্ত, তার মাঝেই খুলছে কসবা ল কলেজ, বন্ধ থাকবে ইউনিয়ন রুম

পুরসভায় জানানো হয় আবেদন: আইনজীবী জানান, এরপর বার্থ সার্টিফিকেটে পদবী পরিবর্তনের আবেদন জানানো হয় চন্দননগর পুরসভায়। কিন্তু পুরসভার তরফে জানানো হয়, সংশোধন হবে না পদবী। পালটা মামলাকারীর আইনজীবীর অভিযোগ, বার্থ সার্টিফিকেটে পদবী পরিবর্তনের নিয়মে কোনো বাধা নেই। এরপরেও পুরসভা পদবী পরিবর্তনে আপত্তি জানিয়েছে। আইনজীবী বলেন, বার্থ সার্টিফিকেটে পদবী পরিবর্তনের জন্য পুরসভাকে নির্দেশ দিক হাইকোর্ট (Calcutta High Court), এমনি আবেদন মামলাকারীর আইনজীবীর।

আরো পড়ুন : পুজোর পরেই ভোট যুদ্ধের দামামা, BJP-র ইস্তাহার প্রকাশের আগেই গুরু দায়িত্ব সুকান্তকে

আদালত সূত্রে খবর, ২০০৮ সালে বিয়ে হয় দম্পতির। ২০১১ সালে জন্ম পুত্রের। কিন্তু সন্তান জন্মের দু মাসের মধ্যেই বিবাদের অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের আবেদন জানায় দম্পতি। ২০১৫ তে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। আদালত সূত্রে জানা গিয়েছে, বিবাহবিচ্ছেদের আবেদন জানানোর সময় থেকেই মায়ের কাছে থাকে ওই কিশোর। বিভিন্ন নথিপত্রে মায়ের পদবী থাকলেও বাবার পদবী রয়ে গিয়েছে বার্থ সার্টিফিকেটে। সেখানেই এবার মায়ের পদবী গ্রহণের দাবি জানিয়ে আদালতে হাজির কিশোর।