বাংলা হান্ট ডেস্কঃ আজ কল্যাণী (Kalyani) জেএনএম হাসপাতালে (JNM Hospital) এক শিশুর মৃত্যুর পরই শুরু হয় উত্তেজনা। পরিবার অভিযোগ করেছে, চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে তাদের সন্তানের। সেই অভিযোগ ঘিরেই শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার জেএনএম হাসপাতাল (JNM Hospital) চত্বর। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হাজির হয় হাসপাতালে।

কল্যাণীর (Kalyani) জেএনএম হাসপাতালে সিটি স্ক্যান করানোর জন্য চাপ
সুত্রের খবর অনুযায়ী জানা যায়, হরিণঘাটার বাসিন্দা ওই শিশুটিকে মঙ্গলবার কাল্যানী (Kalyani) জেএনএম হাসপাতালে (JNM Hospital) ভর্তি করা হয় মাথাব্যথা ও বমি নিয়ে। চিকিৎসকের পরামর্শে বুধবার সিটি স্ক্যান করা হয়। দেখা যায়, শিশুর মস্তিষ্কে জল জমেছে। চিকিৎসকরা তখনই জানান, অবস্থা স্থিতিশীল হলে এমআরআই করতে হবে। কিন্তু পরিবার জানায়, শুক্রবার রাতে হঠাৎ করেই নার্স ও জুনিয়র চিকিৎসকরা আবার সিটি স্ক্যান করানোর জন্য চাপ দিতে থাকেন। এমনকী দুর্ব্যবহার করে বলেন, স্ক্যান না করালে রোগীকে ছেড়ে দেওয়া হবে। সিনিয়র চিকিৎসকের সঙ্গে কথা বলার অনুরোধও শোনা হয়নি বলে অভিযোগ। চাপে পড়ে কাগজে সই করে দেয় পরিবার।
পরিবার জানায়, রাতেই শিশুকে অচেতন করে নিয়ে যাওয়া হয় স্ক্যানে। এরপর থেকেই জ্ঞান ফেরেনি তার। অনেকক্ষণ অক্সিজেন ও স্যালাইন দেওয়ার পরও অবস্থার উন্নতি হয়নি। শনিবার সকালে চিকিৎসকরা জানান, শিশুটি মারা গিয়েছে। এই খবর পাওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। শুরু হয় বিক্ষোভ, স্লোগান। কাল্যানী (Kalyani) হাসপাতাল চত্বরে জড়ো হন আত্মীয় ও স্থানীয় বাসিন্দারাও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
আরও পড়ুনঃ কসবা কাণ্ডের পরে তৎপরতা! কলেজে শিক্ষাকর্মী নিয়োগে বড়বদল আনতে চলেছে রাজ্য
হাসপাতাল কর্তৃপক্ষ কোনও লিখিত মন্তব্য করেনি এখনও। তবে পুলিশ জানিয়েছে, মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।