Ekchokho.com 🇮🇳

সক্রিয় ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির ডবল ডোজ, আগামী সাত দিনের আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের ওপরেই অবস্থান করছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। গাঙ্গেয় বঙ্গের ওপরে একটি উচ্চচাপ বলয় দক্ষিণ-পশ্চিমে রয়েছে। এর জেরে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় বঙ্গের উপরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা। যার প্রভাবে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। রাজ্যের কোথায় কোথায় দুর্যোগ? আগামী সাত দিন কেমন থাকবে আবহাওয়া? দেখুন পূর্বাভাস।

নিম্নচাপে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে৷ পূর্ব-পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। যা উত্তর-পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে।

রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সমস্ত জেলায় সতর্কতা জারি রয়েছে।

সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রামে। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দোসর হতে পারে ৩০-৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে কিছুটা বৃষ্টি কমবে। ভারী বৃষ্টির সতর্কতা নেই কোথাও। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

আরও পড়ুন: এবার রাজনীতিতে “এন্ট্রি” নিলেন ইলন মাস্ক! হতে পারবেন রাষ্ট্রপতি? কী বলছে আমেরিকার সংবিধান?

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এবার ভারী বৃষ্টির পূর্বাভাস। তার আগে সোমবার মোটের উপর সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।