Ekchokho.com 🇮🇳

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে….”, ইংল্যান্ডের মাটিতে “দাপট” ভারতের মহিলা ক্রিকেট দলের, জানানো হল সম্মান

Published on:

Published on:

India Women's National Cricket Team honoured in England.

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women’s National Cricket Team) বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে। তারা এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ২ টি ম্যাচেই জয়লাভ করেছে ভারত। এদিকে, এই T20 সিরিজের মাঝামাঝি সময়ে, ইংল্যান্ডে স্থিত ইন্ডিয়া হাউসে ভারতীয় হাই কমিশন কর্তৃক ভারতের মহিলা ক্রিকেট দলকে মহাসমারোহে স্বাগত জানানো হয়। ভারতীয় মহিলা দলের হেড কোচ অমল মজুমদার সহ প্রত্যেক খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ ওই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ভারতের মহিলা ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেন।

ইন্ডিয়া হাউসে সম্মান জানানো হলো ভারতের মহিলা ক্রিকেট দলকে (India Women’s National Cricket Team):

ভারতের হাইকমিশনার প্রশংসা করেছেন: গত ৫ জুলাই সম্পন্ন হওয়া ওই অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন যে, “এই খেলোয়াড়রা যা করেছেন তা খেলায় একাধিক পরিবর্তন এনেছে। আজকের সময়ে, ভারতীয় মহিলারা অনেক কিছু করতে পারে। এই মহিলা ক্রিকেটাররা (India Women’s National Cricket Team) তাঁদের অনেক উৎসাহিত করেছেন। তাঁদের ভেতরে জাদু আছে। যা তাঁর খেলার সময় মাঠে দেখিয়েছেন এবং এর জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমাদের ক্রিকেট দল, হকি দল বা অন্য যেকোনও ক্রীড়া দল, তারা সবসময় ভারতের হয়ে শক্তিশালী পারফর্ম করেছে।”

এদিকে, ওই অনুষ্ঠানে ভারতীয় খেলোয়াড় জেমিমা রদ্রিগেজ বলিউডের বিখ্যাত সিনেমা “শোলে”-র “ইয়ে দোস্তি” গানটিও গেয়েছিলেন। শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার প্রত্যেক খেলোয়াড় ব্রিটেনে ভারতের ডেপুটি হাইকমিশনার সুজিত ঘোষের সঙ্গে একটি সেশনেও অংশ নিয়েছিলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রত্যেক খেলোয়াড় অত্যন্ত খুশি হন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের (India Women’s National Cricket Team) সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা বলেন, “আমাদের এখনও ২ টি ম্যাচ বাকি আছে। যা ম্যানচেস্টার এবং বার্মিংহামে সম্পন্ন হবে। আমরা শুধু চাই আপনারা সবাই এইভাবে আমাদের সমর্থন করুন।”

আরও পড়ুন: ইংল্যান্ডে “অপ্রতিরোধ্য” গিল! ফের সেঞ্চুরি করে গড়লেন ইতিহাস, ভাঙলেন গাভাস্কারের রেকর্ড

হেড কোচ অমল মজুমদারও খুশি: এদিকে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের (India Women’s National Cricket Team) হেড কোচ অমল মজুমদার উচ্ছ্বাস প্রকাশ করে জানান, “আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই যে আমরা এমন এক ধরণের ক্রিকেট খেলছি যা সকলকে বিনোদন দেয়।” প্রসঙ্গত উল্লেখ্য যে, টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ৩ টি T20 ম্যাচ খেলেছে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার কমবে মুদ্রাস্ফীতি, স্বস্তি পাবে আমজনতা, চলে এল বড় আপডেট

এই T20 সিরিজে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women’s National Cricket Team) ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এখন এই দুই দলের মধ্যে চতুর্থ T20 ম্যাচটি আগামী ৯ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে সম্পন্ন হবে। শুধু তাই নয়, পঞ্চম এবং শেষ T20 ম্যাচটি গত ১২ জুলাই বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে সম্পন্ন হবে।