বাংলাহান্ট ডেস্ক : ভারতে (India) মন্দির, ভাস্কর্যের অভাব নেই। সুপ্রাচীন ইতিহাসের টানে বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। তবে এর মধ্যেই একটি মন্দির আজ বিশ্ব দরবারে ভারতের এক অন্য পরিচিতি গড়ে তুলেছে। সাম্প্রতিক কালে তাবড় বিশ্বনেতাদের নজর কেড়ে নিয়েছে এই মন্দির। ভারতের (India) সংষ্কৃতি, আধ্যাত্মিকতাকে আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই মন্দির।
ভারতের (India) এই মন্দিরই আকর্ষণ করছে বিশ্বনেতাদের
নয়াদিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। সাম্প্রতিক সময়ে বিশ্বনেতাদের মধ্যে এই মন্দির চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে। ভারতে (India) এসে এখানে ঘুরে গিয়েছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক থেকে মার্কিন উপ রাষ্ট্রপতি জেডি ভান্সও। অথচ জানলে অবাক হবেন, এই মন্দিরের বয়স মোটে ২০ বছর।
কবে তৈরি হয় মন্দিরটি: এই মন্দিরের ভাবনা অবশ্য অনেকদিন আগের। সেই ১৯৬৮ সালে যোগীজি মহারাজ এই মন্দির তৈরির কথা ভেবেছিলেন। পরবর্তীতে ১৯৮২ সালে সেই ভাবনাকে বাস্তব করে তোলেন প্রমুখ স্বামী মহারাজ। দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে জমি পাওয়ার পর ২০০০ সালে শুরু হয় মন্দির তৈরির কাজ, যা শেষ হয় ২০০৫ সালে।
আরো পড়ুন : স্কুলে গেলে টাকা দেবে কে? পেটের ভাত জোগাতে তাই ভরসা লোকাল ট্রেন! চোখে জল আনবে বিক্রমের কাহিনি
উদ্বোধন করেন এপিজে আব্দুল কালাম: স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের (India) তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং লালকৃষ্ণ আডবাণী। গোটা মন্দিরটি তৈরি করা হয়েছে রাজস্থানি গোলাপী স্যান্ডস্টোন এবং ইতালীয় মার্বেল দিয়ে। বিশ্বনেতাদের একাংশের মতে, এই মন্দিরের চোখ ধাঁধানো ভাস্কর্যই সমগ্র বিশ্বের নজর কেড়ে নিয়েছে।
আরো পড়ুন : অবসরগ্রহণের পর ৬ মাস পার, এখনো বাংলো ছাড়ার নামগন্ধ নেই চন্দ্রচূড়ের, এবার কেন্দ্রকে চিঠি শীর্ষ আদালতের
মন্দিরের গর্ভগৃহে রাম সীতা থেকে রাধা কৃষ্ণের বিগ্রহও রয়েছে। তবে প্রধান আকর্ষণ নিঃসন্দেহে ১১ ফুটের স্বামীনারায়ণের বিগ্রহ। অন্য দেবদেবীদের বিগ্রহের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছেন ভগবান স্বামীনারায়ণ। মন্দিরটি তৈরিতে খরচ হয়েছিল আনুমানিক ৪০০ কোটি টাকা।