বাংলা হান্ট ডেস্ক : বড়দিনের আবহে ফের একবার দুর্ঘটনার কবলে ভারতীয় রেল (Indian Railways)। লাইনচ্যুত হল আজমেঢ়-শিয়ালদহ এক্সপ্রেসের (Ajmer-Sealdah Express) চারটি বগি। তারপর থেকেই প্রশ্নের মুখে রেল নিরাপত্তা। তবে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে গেছেন রেল আধিকারিক এবং দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে উদ্ধারকার্য।
রেল সূত্রে খবর, বড়সড় এই দুর্ঘটনাটি ঘটেছে সকাল ৭ টা ৫০ নাগাদ। মাদার রেলওয়ে ইয়ার্ডে সেফটি ব্রেক ছেড়ে দেওয়ার সময় রোলওভারের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। ঘটনার পরপরই সেখানে গিয়ে পৌঁছায় রেলের আধিকারিকরা এবং ডিআরএম। চারটি কোচকে ট্র্যাকে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে।
ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়ালেও কোনও হতাহতের খবর মেলেনি। মুখ্য জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশী কিরণ জানিয়েছেন, চারটি বগি লাইনচ্যুত হলেও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চারটি বগি লাইনচ্যুত হওয়ার জেরে প্রায় ১১টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন : জোটের মুখ হওয়ার দৌড়ে নেই মমতার নাম! কত নম্বরে বাংলার নেত্রী? লিস্ট দেখে মাথায় হাত তৃণমূলের
সূত্রের খবর, এইদিন আজমেঢ় জংশনে রক্ষণাবেক্ষণের জন্য ইয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রেনটি। তার মাঝেই ঘটে যায় এই দুর্ঘটনা। যদিও এই প্রথম নয়, ইদানিং বারবার ট্রেন দুর্ঘটনা ঘটছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই দুর্ঘটনা ঘটছে চলন্ত ট্রেনে। চলতি বছরের জানুয়ারিতে বান্দ্রা টার্মিনাস-যোধপুর সূর্যনগরী এক্সপ্রেস (১২৪৮০) উত্তর পশ্চিম রেলওয়ের যোধপুর ডিভিশনের রাজকিয়া-বোমাদ্রা সেকশনের মধ্যে লাইনচ্যুত হয়।