Ekchokho.com 🇮🇳

রেলওয়েতে চাকরির সুবর্ণ সুযোগ, শীঘ্রই শুরু রেজিস্ট্রেশন, কারা করতে পারবেন আবেদন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : রেলওয়েতে চাকরিপ্রার্থীদের জন্য এল বড় সুখবর। নিয়োগ হতে চলেছে ইস্টার্ন রেলওয়েতে (Eastern Railway)। লেভেল ১ এবং লেভেল ২ পোস্টে নিয়োগ হবে বলে জানা গিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে। ইস্টার্ন রেলওয়ের (Eastern Railway) অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। কোন পদে নিয়োগ হবে, আবেদনের যোগ্যতা সংক্রান্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

ইস্টার্ন রেলওয়েতে (Eastern Railway) শুরু হতে চলেছে নিয়োগ

মোট শূন্যপদ রয়েছে ১৩ টি। লেভেল ১ এর জন্য ৩ টি এবং লেভেল ২ এর জন্য রয়েছে ১০ টি শূন্যপদ। লেভেল ২ এর ক্ষেত্রে, যারা দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে, তারাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সরকারি স্বীকৃত এডুকেশন বোর্ড/কাউন্সিল কিংবা ইনস্টিটিউশন থেকে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে ইচ্ছুক প্রার্থীকে।

Recruitment starting in Eastern Railway

আবেদনের যোগ্যতা কী: তবে তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বরের বাধ্যবাধকতা নেই। এছাড়া ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আবেদন (Eastern Railway) করলেও ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক নয়। পাশাপাশি কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করলে এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা NCVT অনুমোদিত ITI সার্টিফিকেট থাকলে নির্ধারিত নম্বর না পেলেও চলবে। যদিও উচ্চ শিক্ষা হিসেবে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি গ্রহণ করা হবে না।

আরো পড়ুন : ঘুরে গিয়েছেন ঋষি সুনক থেকে জেডি ভান্স, বিশ্বনেতাদের অন্যতম প্রিয় স্থান, ভারতের এই মন্দিরটি চেনেন?

আবেদনের ফি কত: অন্যদিকে লেভেল ১ এর আবেদনের (Eastern Railway) ক্ষেত্রে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করলে এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা NCVT অনুমোদিত ITI সার্টিফিকেট থাকতে হবে। আবেদনের জন্য একটি নির্ধারিত মূল্য জমা করতে হবে। জেনারেল (পুরুষ), ওবিসি (পুরুষ), ইকোনমিকালি উইকার সেকশন (পুরুষ) দের ক্ষেত্রে এই মূল্য ৫০০ টাকা। তফসিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মচারী, মহিলা, সংখ্যালঘু এবং আর্থিক ভাবে অনগ্রসরদের ক্ষেত্রে এই ফি (Eastern Railway) ধার্য করা হয়েছে ২৫০ টাকা।

আরো পড়ুন : মত্ত অবস্থায় ছাত্রীদের সঙ্গে ক্লাসরুমে নাচ প্রধান শিক্ষকের, তারপর? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়

নিয়োগ হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। থাকবে ৪০ নম্বরের অবজেকটিভ প্রশ্ন। এছাড়াও ২০ নম্বরের একটি Essay টাইপের প্রশ্ন থাকবে। সব মিলিয়ে মোট ৬০ মিনিটের লিখিত পরীক্ষা হবে। আগামী ৯ ই জুলাই শুরু হতে চলেছে রেজিস্ট্রেশন। চলবে আগামী ৮ ই অগাস্ট পর্যন্ত।