Ekchokho.com 🇮🇳

সপ্তাহের শুরুতেই আমূল রদবদল জি বাংলায়, কোন স্লটে আসছে নতুন মেগা ‘দাদামণি’?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের শুরুর দিন থেকেই বড় বদল আসছে জি বাংলায়। বিভিন্ন সিরিয়ালের (Serial) টাইম স্লটগুলি বদলে যাচ্ছে চ্যানেলে। নতুন সিরিয়ালের ধাক্কায় ওলটপালট হয়েছে একাধিক স্লট। এর মধ্যে নতুন ধারাবাহিকটি (Serial) কখন সম্প্রচারিত হবে? জেনে নিন প্রতিবেদন থেকে।

জি বাংলায় শুরু হচ্ছে নতুন সিরিয়াল (Serial)

৭ ই জুলাই, সোমবার থেকেই জি বাংলার পর্দায় শুরু হয়ে যাচ্ছে নতুন সিরিয়াল (Serial) ‘দাদামণি’। আবারও একটি ভিন্ন স্বাদের গল্প শুরু হতে চলেছে এই চ্যানেলে। মুখ্য চরিত্রে রয়েছেন প্রতীক সেন এবং অনুষ্কা চক্রবর্তী। কখন কোন স্লটে আসতে চলেছে এই নতুন ধারাবাহিক।

When will the new serial start on zee bangla

কোন সময়ে আসছে: ইতিমধ্যেই জানানো হয়েছে নতুন সিরিয়ালের (Serial) টাইম স্লট। জানা যাচ্ছে, রাত সাড়ে আটটার স্লটে শুরু হচ্ছে নতুন ধারাবাহিকটি। আর এর জায়গায় আগে ওই সময় সম্প্রচারিত হওয়া কোন গোপনে মন ভেসেছের স্লট বদল হচ্ছে। ফলত একগুচ্ছ বদল আসছে চ্যানেলে।

আরো পড়ুন : ৩ বছরের মধ্যেই…..আম্বানিকে টক্কর দিতে এই সেক্টরে প্রবেশ করছেন আদানি, মিলল বড় আপডেট

প্রথমবার জিবাংলায় প্রতীক: মাস খানেক আগেই স্টার জলসায় শেষ হয়েছে প্রতীকের সিরিয়াল (Serial) ‘উড়ান’। এক বছর পূর্ণ করার আগেই শেষ করে দেওয়া হয় ধারাবাহিকটি। তারপরেই চ্যানেল বদলে জি তে পা রাখলেন প্রতীক। প্রোমো দেখে মনে করা হচ্ছে, আবারও নায়ক কেন্দ্রিক সিরিয়াল (Serial) হতে চলেছে এটি।

আরো পড়ুন : মায়ের থেকেই পেয়েছেন এই স্বভাব, প্রকাশ্যেই মেয়ে কোয়েলের ‘নিন্দা’ রঞ্জিত মল্লিকের!

জি বাংলা থেকে স্টার জলসা, আবারো নতুন সিরিয়াল (Serial) শুরুর হিড়িক লেগেছে চ্যানেলে চ্যানেলে। একদিকে কম টিআরপির সিরিয়াল গুলি যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে, তেমনই আবার ফাঁকা স্লট ভরাত করতে আনা হচ্ছে নতুন ধারাবাহিক। টিআরপি তালিকায় কী প্রভাব পড়ে সেটাই দেখার।