বাংলা হান্ট ডেস্কঃ ভারতের রাজনৈতিক আকাশে এখন একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—নরেন্দ্র মোদীর (Narendra Modi) পর দেশের প্রধানমন্ত্রীর আসনে কে বসতে চলেছেন? রাজনীতি বিশ্লেষকরা নানা হিসেব কষছেন। তবে চুপচাপ বসে নেই জ্যোতিষীদের দলও। কোষ্ঠী, গ্রহের দশা (Horoscope Analysis), রাশি এবং জন্মতিথির ভিত্তিতে তিন নেতার নাম বারবার উঠে আসছে—যোগী আদিত্যনাথ, নীতিন গড়কড়ি এবং অমিত শাহ।

যোগীর কোষ্ঠীতে নেতৃত্বের আশীর্বাদ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এর কোষ্ঠীতে বৃহস্পতি ও শনির শুভ যোগ রয়েছে। জ্যোতিষীরা বলছেন, এই গ্রহ-স্থিতি নেতৃত্ব এবং জাতীয় রাজনীতিতে প্রবল প্রভাব ফেলতে পারে। হিন্দুত্ববাদী ভাবমূর্তি এবং নির্ভীক প্রশাসনিক কৌশল তাঁকে বিজেপির ঘরোয়া এবং কর্মীবন্ধুদের মধ্যে প্রবল জনপ্রিয় করে তুলেছে। তারার আলো বলছে, যোগীর সামনে স্বর্ণযুগ আসতে চলেছে।
গড়কড়ির সরলতা বনাম শাহর চাণক্যনীতি
নীতিন গড়কড়ি (Nitin Gadkari) সড়ক পরিবহণ মন্ত্রক সামলেছেন দক্ষ হাতে। তাঁর কোষ্ঠীতে সূর্য ও মঙ্গলের (Sun and Mars) শক্তিশালী অবস্থান তাঁর নেতৃত্বে আত্মবিশ্বাস যোগ করে। অন্যদিকে, অমিত শাহ (Amit Shah), বিজেপির কৌশলগত মাথা। তাঁর কোষ্ঠীতে রাহু ও চন্দ্র (Rahu and Moon) মিলে জটিল কিন্তু প্রভাবশালী পটভূমি তৈরি করছে। যদিও কিছু জ্যোতিষী আশঙ্কা করছেন, গ্রহগত বাধা শাহর পথে বিঘ্ন তৈরি করতে পারে।

আরও পড়ুনঃ আগস্ট নয়, এগিয়ে এল দিনক্ষণ! সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলার পরবর্তী শুনানি কবে? জানুন
রাজনীতি কি শুধুই কোষ্ঠীর খেলা?
জ্যোতিষশাস্ত্র ভবিষ্যতের সম্ভাবনা দেখাতে পারে, কিন্তু নেতৃত্ব আসে অভিজ্ঞতা, কৌশল, সাহস এবং জনসংযোগের মাধ্যমে। তিনজনেই তাঁদের নিজের জায়গায় সফল। তবে মোদীর পরে আসন পেতে হলে শুধু কোষ্ঠী নয়, দরকার জনভিত্তি ও সময়োচিত রাজনৈতিক বিচক্ষণতা। তাই ‘কে হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী (Next Prime Minister of India)?’—এই প্রশ্ন আপাতত গ্রহ-নক্ষত্রের কাছে এক রহস্যই।