মাত্র ৭০০ টাকায় একটা আস্ত মাহিন্দ্রা থার! বছর শেষে আনন্দ মাহিন্দ্রার পোস্টে নয়া চমক

Published On:

বাংলা হান্ট ডেস্ক : মাহিন্দ্রা গ্রুপের (Mahindra Group) চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। ভারতে শিল্পপতিদের নাম আসলেই এনার নাম সবার শীর্ষে আসে। ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা টুইটারে (Twitter) তার অদ্ভুত পোস্টের জন্য পরিচিত। এবারে একটি বাচ্চা ছেলের ভিডিও শেয়ার করে তাকে নিয়ে রসিকতা করেছেন। গত কয়েকদিন আগে ছোটো ছেলেটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছে। কী এমন ছিল এই ভিডিওটিতে? আর কেনই বা তিনি বাচ্চাটিকে নিয়ে রসিকতা করলেন?

আনন্দ মাহিন্দ্রা এই ভাইরাল ভিডিওতে ওই ছোট ছেলেটির কথাগুলোর জবাব দিয়েছেন। যদিও তিনি প্রায়দিনই সোশ্যাল মিডিয়াতে নানান বিনোদন মূলক এবং মজাদার জিনিস শেয়ার করে থাকেন। এবার নয়ডার চিকু যাদবের (Chiku Yadav) ভিডিও দেখে কি বললেন তিনি? আনন্দ মাহিন্দ্রা বলেছেন, ‘আমার বন্ধু আমাকে লিখে পাঠিয়েছে, আমি চিকুকে ভালোবাসি। তবে যদি আমরা তার মন রাখতে যায় তাহলে, খুব শীঘ্রই আমরা দেউলিয়া হয়ে যাব’।

ভাইরাল ভিডিওর ক্লিপটিতে দেখানো হয়েছে, ছোট্ট চিকু আদুরে গলায় তার বাবাকে বলে ৭০০ টাকায় মাহিন্দ্রা থার কিনে দেওয়ার কথা। কারণ তার মতে মাহিন্দ্রা থার (Mahindra Thar) আর XUV700 একই। তার বাবা তাকে না বললেও এই কথা সে মুখ থেকে সরাছেই না। আর এই শিশুটির আদুরে গলায় তার বাবার সাথে কথোপকথন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। মানুষ এই ভিডিওটিকে অনেক পছন্দও করেছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারিরা এই ক্ষুদের ভিডিও দেখে মাহিন্দ্রা কোম্পানিকে তার ইচ্ছে পূরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এছাড়াও অনেকে অনেক মতামতও রেখেছেন। তার মধ্যে একজন বলেছেন, ‘৭০০ টাকায় তো আর মাহিন্দ্রা থার বা XUV700 আসবে না, কিন্তু এই মডেলের যদি খেলনা গাড়ি তৈরী করে দেওয়া যায় তাহলে, বাচ্চাটির ইচ্ছে একটু হলেও পূরণ হবে এবং এই মডেলটির প্রতি বাচ্চাদের ফ্যান ফলোয়ার্সও বাড়বে’।

আরেক জন জানিয়েছেন, ‘মাহিন্দ্রা গ্রুপ চাইলেই তাদের জন্য একটি লাকি ড্র প্রতিযোগিতা শুরু করতে পারে, যদি তারা এই লাকি ড্রটি জিতে তাহলে উপহার হিসেবে তাদেরকে এই মডেলটি ৭০০ টাকায় দিতেই পারে মাহিন্দ্রা কোম্পানি’।

X