Ekchokho.com 🇮🇳

৩-৪ জন মিলে ঘিরে ধরে, চলন্ত ট্রেনে ফের গণধর্ষণ! লাইনে ছুঁড়ে ফেলা হল মহিলাকে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সংবাদ শিরোনামে শুধুই একের পর এক গণধর্ষণের (Rape) ঘটনা। গত বছর আরজিকরেয ঘটনার পর এ বছর ফের কসবা ল কলেজে গণধর্ষিতা হয়েছেন কলেজেরই এক ছাত্রী। ওই ঘটনার তদন্ত চলছে। এর মাঝেই ঘটে গেল আরো একটি পাশবিক অত্যাচারের ঘটনা। চলন্ত ট্রেনের মধ্যে গণধর্ষণের (Rape) শিকার হলেন যুবতী। অত্যাচার চালানোর পর ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয় তাঁকে। রেললাইনের উপরে পড়ে ট্রেনে একটি পা কাটা পড়ে যুবতীর!

চলন্ত ট্রেনে গণধর্ষণের (Rape) মর্মান্তিক ঘটনা

ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথে। জানা গিয়েছে, দিন কয়েক আগে সোনিপতের রেললাইন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন যুবতী। তাঁর একটি পা ট্রেনে কাটা পড়েছিল। রক্তাক্ত অবস্থায় যুবতীকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সোনিপত সিভিল হাসপাতালে। তারপর তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় রোহতকের পিজিআইএমএসে।

Woman rape in a moving train again

ছুঁড়ে ফেলা হয় ট্রেন থেকে: এক মহিলা চিকিৎসকের কাছে সর্বপ্রথম মুখ খোলেন ওই যুবতী। তাঁর বয়ানের ভিত্তিতেই দায়ের করা হয়েছে জিরো এফআইআর। যুবতী জানিয়েছেন, তিনি ট্রেনে করে যাচ্ছিলেন। পানিপথের কাছে তাঁকে একা পেয়ে ট্রেনেই গণধর্ষণ (Rape) করে কয়েকজন যুবক। তারপর তাঁকে ছুঁড়ে ফেলা হয় ট্রেন থেকে। তাঁর এতটুকুই মনে আছে।

আরো পড়ুন : মায়ের থেকেই পেয়েছেন এই স্বভাব, প্রকাশ্যেই মেয়ে কোয়েলের ‘নিন্দা’ রঞ্জিত মল্লিকের!

কী জানান নির্যাতিতা: জানা গিয়েছে, ট্রেন থেকে ছুঁড়ে ফেলায় রেললাইনের উপরে পড়েছিলেন যুবতী। সে সময়েই এক ট্রেনের ধাক্কায় তাঁর পা কাটা পড়ে! পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ জুন বাড়ি থেকেই হঠাৎ নিখোঁজ হয়ে যান ওই যুবতী। তার দুদিন পর ২৬ শে জুন তাঁর স্বামী নিখোঁজ ডায়েরি করেন।

আরো পড়ুন : সপ্তাহের শুরুতেই আমূল রদবদল জি বাংলায়, কোন স্লটে আসছে নতুন মেগা ‘দাদামণি’?

২৫ শে জুন রাতে যুবতীকে রেললাইন থেকে উদ্ধার করে সোনিপত জিআরপি। যুবতীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। পানিপথ জিআরপিকে দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বছর ২৫ এর যুবতী।