Ekchokho.com 🇮🇳

প্লাস্টিক দাও, নগদ পুরস্কার নাও… অভিনব উদ্যোগ রাজ্যে

Published on:

Published on:

Jalpaiguri cash reward for depositing plastic

বাংলা হান্ট ডেস্ক: শহরকে স্বচ্ছ রাখার প্রয়াস। পরিতক্ত প্লাস্টিকের জিনিসপত্র দিলেই মিলছে নগদ পুরস্কার। এটা কোন সিনেমার গল্প নয়। এমনটাই বাস্তবে দেখা গেল জলপাইগুড়িতে (Jalpaiguri)। সূত্রের খবর, বুধবার জেলা সমস্ত স্কুল পড়ুয়াদের নিয়ে প্লাস্টিক দাও (Depositing plastic), নগদ পুরস্কার (Cash Price) নাও কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেলাশাসক শমা পারভিন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়ি বাসিন্দারা।

 প্লাস্টিক জমা দিলেই জলপাইগুড়িতে মিলছে টাকা (Jalpaiguri)

জানা গিয়েছে, প্লাস্টিক মুক্ত করতে জলপাইগুড়ির (Jalpaiguri) জেলাশাসক শর্মা পারভিন এই উদ্যোগ নিয়েছেন। কোন পড়ুয়া কত প্লাস্টিক সংগ্রহ করে আনতে পারে, সেই হিসেবে রাখবে স্কুল। এমনকি এই প্লাস্টিক সংগ্রহের কার্যকলাপের ওপর নির্ভর করে পড়ুয়াদের দেওয়া হবে পুরস্কার (prize)।

সূত্রের খবর, যে ছাত্র – ছাত্রী সবচেয়ে বেশি প্লাস্টিক সংগ্রহ করে আনবে ,তার হিসেব রাখবে স্কুল কর্তৃপক্ষ। এমনকি, যে পড়ুয়া সবচেয়ে বেশি প্লাস্টিক সংগ্রহ করে আনবে সেই পড়ুয়া এবং স্কুলকে দেওয়া হবে পুরস্কার।

Jalpaiguri cash reward for depositing plastic

আরও পড়ুন: পর্যটকদের আকর্ষণের আমেঘ চুম্বন! কোচবিহার রাজবাড়িতে টিকিট বেচে আয় কয়েক কোটি টাকা, RTI-র রিপোর্ট সামনে

পাশাপাশি, যে স্কুল সবচেয়ে বেশি প্লাস্টিক তুলে দিতে পারবে, তাদের ২০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেবে প্রশাসন। এছাড়াও প্লাস্টিকের পরিমাণের উপর ভিত্তি করে দ্বিতীয় ও তৃতীয় স্কুলকে ১০ হাজার ও ৫ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি জলপাইগুড়ি জেলাশাসক জানিয়েছেন, প্রতি ব্লক থেকে যে তিনজন পড়ুয়া সবচেয়ে বেশি প্লাস্টিক তুলে দিতে পারবে, তাদের ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা দেওয়া হবে।