Ekchokho.com 🇮🇳

কয়েকদিনেই সোনার দাম যা হবে… কল্পনাও করতে পারবেন না! কপালে চিন্তার ভাঁজ সাধারণ নাগরিকদের

Published on:

Published on:

Gold Price rate rises check prices in your city

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) আগুন। গত সপ্তাহের উল্টো রথের দিন থেকে বেড়েছে সোনার দাম। যার ফলে মাথায় হাত পড়েছে ক্রেতা থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮ হাজারের গণ্ডিতে রয়েছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ৯০ হাজারের গণ্ডি। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায়, বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে সোনার দাম (Gold Price Rises) আরও বাড়বে।

সোনার দামে বড় পরিবর্তন, আজ হলুদ ধাতুর দাম কত (Gold Price)?

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। এছাড়াও, আইসিআইসিআই ব্যাঙ্কের গ্লোবাল মার্কেটের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয়ার্ধেও দিন সোনার দাম ঊর্ধ্বমুখী থাকবে। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয়ার্ধেও সোনার দাম ঊদ্ধমুখী থাকবে। আসুন এক নজরে জেনে নেওয়া যাক দেশের বড় শহরগুলিতে সর্বশেষ সোনার দাম –

সাপ্তাহিক ভিত্তিতে দিল্লিতে (Delhi) ২৪ ক্যারেট ১০ গ্ৰাম সোনার দাম ৯৮,৯৮০ টাকা। অপরদিকে, ২২ ক্যারেট ১০ গ্ৰাম সোনার দাম ৯০,৭৫০টাকা। দিল্লির পাশাপাশি, কলকাতা (Kolkata), মুম্বাই (Mumbai) ও চেন্নাইতে (Chennai) সাপ্তাহিক ভিত্তিতে ২২ ক্যারেট ১০ গ্ৰাম সোনার দাম যথাক্রমে ৯০,৬০০ টাকা। আর ২৪ ২২ ক্যারেট ১০ গ্ৰাম সোনার দাম ৯৮,৮৩০ টাকা।

Gold Price rate rises check prices in your city

আরও পড়ুন: প্লাস্টিক দাও, নগদ পুরস্কার নাও… অভিনব উদ্যোগ রাজ্যে

এই সোনার দাম বৃদ্ধি (Gold Price Rises) পাওয়ায় জনসাধারণের মাথায় আবারও চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি।